Also read in

Bijoya Dashami: Immersion going on in all three districts in Barak Valley

আজ বিজয়া দশমী: উপত্যকার তিন জেলা জুড়ে চলছে মায়ের ভাসান

তিন দিন ধরে উৎসাহ-উদ্দীপনার সঙ্গে মাতৃ আরাধনার অবসানে আজ প্রতিটি প্যান্ডেলে সিঁদুর খেলা এবং দেবী দুর্গাকে মিষ্টি মুখ করানোর পর মায়ের বিসর্জনের পালা চলছে উপত্যকা জুড়ে। এখন পর্যন্ত শান্তিপূর্ণ এবং সুশৃংখলভাবে চলছে প্রতিমা নিরঞ্জন পর্ব।

কাছাড় জেলা প্রশাসন এবং শিলচর পৌরসভার যৌথ তত্ত্বাবধানে শিলচর সদর ঘাটের বিসর্জনস্থলে আজ সকাল ১০টা থেকে চলছে প্রতিমা নিরঞ্জন। সকালের দিকে বেশিরভাগ বাড়ির প্রতিমাগুলো বিসর্জন করা হয়েছে। সর্বশেষ পাওয়া তথ্য অনুযায়ী প্রায় ১৫৫টি প্রতিমা ইতিমধ্যেই নিরঞ্জন করা হয়ে গেছে । আবহাওয়া অনুকূল থাকায় আশা করা যাচ্ছে প্রতিমা নিরঞ্জন গভীর রাত পর্যন্ত শেষ হয়ে যাবে।

করিমগঞ্জেও বিসর্জন চলছে দুপুর ১২ টা থেকে লঙ্গাই ঘাট এবং বিসর্জন ঘাটে। করিমগঞ্জ বিসর্জন ঘাটে এখন পর্যন্ত প্রায় ৭০টি প্রতিমা বিসর্জন করা হয়েছে। করিমগঞ্জ কুশিয়ারা নদীতে দুর্গা প্রতিমা বিসর্জনের এক বিরল দৃশ্য প্রত্যেক বৎসর প্রত্যক্ষ করা যায়। ভারত এবং বাংলাদেশের পূজিত অসংখ্য দেবী প্রতিমা কুশিয়ারা নদীতে এনে বিসর্জন করা হয়। উভয় দেশের দর্শনার্থী ভক্তরা দুই পাড়ে দাড়িয়ে এই দৃশ্য প্রত্যক্ষ করে থাকেন।

হাইলাকান্দির গান্ধীঘাটে ও আজ সকাল ১০টা থেকে প্রতিমা নিরঞ্জন শুরু হয়েছে। হাইলাকান্দি জেলার লালা, কাটলীছড়া, আলগাপুর এবং পাঁচগ্রামে প্রতিমা নিরঞ্জন প্রায় শেষ পর্যায়ে। হাইলাকান্দি শহরের গান্ধীঘাটে এখন পর্যন্ত প্রায় ৪০টি প্রতিমা নিরঞ্জন করা হয়েছে।

এখানে উল্লেখ্য যে চার দিন ধরে চলা এই দূর্গা পূজা আজ শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে । এখন পর্যন্ত উপত্যকার কোন স্থান থেকে বড় ধরনের কোন অঘটনের খবর নেই।

Comments are closed.