Also read in

Bike and Scooter head on collision on National Highway. Three are dead. Medical College is tensed with the treatment of injured in accident.

মহাসড়কে আবার এক ভয়বহ দুর্ঘটনা; এবার বাইক- স্কুটি সংঘর্ষে তিনজন নিহত হলেন । লাঠিগ্রাম এলাকার কাছে হিঞ্জরিপারে় গতকাল বিকেল পাঁচটা নাগাদ এই দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনায় নিহতরা হলেন শাহবাজ আহমেদ লস্কর(১৮), আফতাব হোসেন বড়ভূইয়া (১৮), বিকি রায় (২০) ; আহত দুইজন হলেন রাহুল মজুমদার ও রাজু দাস ।

প্রাপ্ত তথ্য অনুযায়ী , গোঁসাইপুর এলাকার শাহবাজ, আফতাব ও রাহুল বাইকে চেপে মসজিদে নামাজ শেষে উধারবন্দের দিকে যাচ্ছিলেন।‌ উল্টো দিক থেকে আসা বিকি ও রাহুলের বাইক এক ছাগলকে পাশ কাটাতে গিয়ে স্কুটির সাথে প্রচণ্ড বেগে মুখোমুখি সংঘর্ষে লিপ্ত হয়।

উভয় যানবাহনেরই গতি ছিল প্রচণ্ড । ঘটনাস্থলেই স্কটিচালক গোঁসাইপুরের শাহবাজের মৃত্যু হয়। শিলচর মেডিক্যাল কলেজ হাসপাতালে মৃত্যু হয় গোঁসাইপুরের আফতাব ও শ্যামানন্দ আশ্রম রোডের বিকি রায়ের। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন কনকপুরের বিকি রায় ও গোঁসাইপুরের রাহুল মজুমদার।

এদিকে,মেডিক্যালে নিয়ে আসা আহতদের চিকিৎসার ব্যাপারে গাফিলতির অভিযোগে উত্তপ্ত পরিস্থিতির উদ্ভব হয়। গুরুতর আহত অবস্থায় নিয়ে যাওয়া হলে ও প্রাথমিক চিকিৎসা করার মতোও ডাক্তার বা নার্স পাওয়া যায়নি বলে অভিযোগ জানান আত্মীয় স্বজনরা।

উল্লেখযোগ্য যে, মহাসড়কের এই অংশে ঘনঘন এই ধরনের ভয়াবহ দুর্ঘটনা ঘটে চলেছে।

 

Comments are closed.