Bike and Scooter head on collision on National Highway. Three are dead. Medical College is tensed with the treatment of injured in accident.
মহাসড়কে আবার এক ভয়বহ দুর্ঘটনা; এবার বাইক- স্কুটি সংঘর্ষে তিনজন নিহত হলেন । লাঠিগ্রাম এলাকার কাছে হিঞ্জরিপারে় গতকাল বিকেল পাঁচটা নাগাদ এই দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনায় নিহতরা হলেন শাহবাজ আহমেদ লস্কর(১৮), আফতাব হোসেন বড়ভূইয়া (১৮), বিকি রায় (২০) ; আহত দুইজন হলেন রাহুল মজুমদার ও রাজু দাস ।
প্রাপ্ত তথ্য অনুযায়ী , গোঁসাইপুর এলাকার শাহবাজ, আফতাব ও রাহুল বাইকে চেপে মসজিদে নামাজ শেষে উধারবন্দের দিকে যাচ্ছিলেন। উল্টো দিক থেকে আসা বিকি ও রাহুলের বাইক এক ছাগলকে পাশ কাটাতে গিয়ে স্কুটির সাথে প্রচণ্ড বেগে মুখোমুখি সংঘর্ষে লিপ্ত হয়।
উভয় যানবাহনেরই গতি ছিল প্রচণ্ড । ঘটনাস্থলেই স্কটিচালক গোঁসাইপুরের শাহবাজের মৃত্যু হয়। শিলচর মেডিক্যাল কলেজ হাসপাতালে মৃত্যু হয় গোঁসাইপুরের আফতাব ও শ্যামানন্দ আশ্রম রোডের বিকি রায়ের। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন কনকপুরের বিকি রায় ও গোঁসাইপুরের রাহুল মজুমদার।
এদিকে,মেডিক্যালে নিয়ে আসা আহতদের চিকিৎসার ব্যাপারে গাফিলতির অভিযোগে উত্তপ্ত পরিস্থিতির উদ্ভব হয়। গুরুতর আহত অবস্থায় নিয়ে যাওয়া হলে ও প্রাথমিক চিকিৎসা করার মতোও ডাক্তার বা নার্স পাওয়া যায়নি বলে অভিযোগ জানান আত্মীয় স্বজনরা।
উল্লেখযোগ্য যে, মহাসড়কের এই অংশে ঘনঘন এই ধরনের ভয়াবহ দুর্ঘটনা ঘটে চলেছে।
Comments are closed.