
Birth of children in Silchar-Guwahati Fast Passenger train
কথায় বলে, জন্ম-মৃত্যুর স্থান কিংবা ক্ষণ কেউ সঠিক করে বলতে পারে না। আর এ ধরনেরই আভাস পাওয়া গেল গুয়াহাটি-শিলচর প্যাসেঞ্জার ট্রেনে ঘটে যাওয়া ঘটনায়, যা আগে থেকে মোটেই ঠিক ছিল না। গুয়াহাটি থেকে শিলচরগামী প্যাসেঞ্জার ট্রেনের সাধারণ শ্রেণীতে এক অন্তঃসত্ত্বা মহিলা এক শিশু সন্তানের জন্ম দিলেন। এখানে উল্লেখ করা যেতে পারে, এক সপ্তাহ আগে এভাবেই গুয়াহাটি শিলচর প্যাসেঞ্জার ট্রেনে আরও একটি শিশু সন্তানের জন্ম হয়েছিল।
ঘটনায় প্রকাশ, গতকাল রাত প্রায় ১২ টা বেজে ১০ মিনিটে হঠাৎ করে ওই অন্তঃসত্ত্বা মহিলার লেবার পেইন উঠে। সঙ্গে সঙ্গে ট্রেনের কামরায় হুলস্থুল পড়ে যায়। খবর যায় ট্রাভেলিং টিকেট এক্সামিনারের কাছে। ট্রেনের টিটিই দীপক কুমার এবং জয়দীপ দে চটজলদি নির্দিষ্ট কামরায় পৌঁছান একজন ডাক্তারকে সঙ্গে নিয়ে। ওই মহিলার ভাগ্য ভালো ছিল যে একই ট্রেনে একজন ডাক্তারও মজুত ছিলেন। ডক্টর বিকাশ একই ট্রেনে গুয়াহাটি থেকে শিলচর ভ্রমণ করছিলেন। ডাক্তারের সহযোগিতায় নরমাল ডেলিভারি হয় এবং একটি ফুটফুটে শিশু সন্তান পৃথিবীর আলো দেখে। মা ও সন্তান দুজনেই সুরক্ষিত ছিলেন। তবে পরে মা ও শিশু সন্তানকে আরো ভালোভাবে চিকিৎসার জন্য বদরপুর হাসপাতলে প্রেরণ করা হয়।
Comments are closed.