BJP defeats congress in no-confidence motion to gain Municipality
করিমগঞ্জে কংগ্রেসকে হারিয়ে বিজেপির পৌরসভা দখল
গৌহাটি হাইকোর্টের নির্দেশ অনুযায়ী আজ করিমগঞ্জ পৌরসভায় অনুষ্ঠিত হলো ভোট প্রক্রিয়া। সর্ব মোট ২৬ সদস্যের মধ্যে ১৫ জন্ সদস্যের ভোট পেয়ে বিজেপি এই ভোটে বিজয়ী হয় । বিপক্ষ কংগ্রেস পায় ১০টি ভোট। একটি ভোট বাতিল ঘোষণা করা হয়। এখানে উল্লেখ্য যে, বিজেপি দলের কমিশনারের সংখ্যা হল ১৪ । কংগ্রেস নেতৃত্বাধীন পূরবোর্ডে শিখা সূত্রধর ছিলেন চেয়ারপারসন ।
জয়ের পর বিজেপির পুর কমিশনার দের নিয়ে বিজেপি দলের এক সভা অনুষ্ঠিত হয়। সভায় পুর কমিশনার দের সম্বর্ধনা জানানো হয়। সভার শেষে ঘোষণা করা হয় যে বোর্ড গঠনের দাবি নিয়ে খুব শিগগিরই জেলা উপায়ুক্তের সাথে তারা মিলিত হবেন। সভায় কংগ্রেস এবং এইউডিএফ এর সম্মিলিত প্রয়াসকে ব্যর্থ করার জন্য বিজেপি দলের পুর কমিশনারদের অভিনন্দন জানানো হয় ।
এই বিজয়ের পর জেলা বিজেপি প্রতিনিধি দল এবং পুর কমিশনাররা উল্লাসে ফেটে পড়েন। আসন্ন ২০১৯ এর লোকসভা নির্বাচনের প্রাক্কালে পুর বোর্ড দখলে নেওয়াকে একটা সুবিধাজনক পরিস্থিতি হিসেবেই মনে করছেন।
Comments are closed.