Also read in

“Blood Donation Giving life” blood donation camp at Ayachak Asharm with same ideal.

জগতের মঙ্গল সাধনের সংকল্প নিয়ে শিলচর অযাচক আশ্রমের তরফে শনিবার এক স্বেচ্ছায় রক্তদান শিবির আয়োজন করা হয়। এতে উপস্থিত ছিলেন অখন্ড সংঘের প্রধান শ্রীশ্রী তপন ব্রহ্মচারী সহ অন্যান্যরা। শ্রীশ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংসদেব এবং মহাসন্ন্যাসিনী সংহিতা দেবীর জন্মোৎসব অনুষ্ঠান উপলক্ষে বরাক উপত্যকায় রয়েছেন ব্রহ্মচারী। তার সম্মানে এই রক্তদান শিবির আয়োজন করে শিলচর আশ্রম।

মহিলা ও পুরুষ মিলে প্রায় ৩৫ জন রক্তদান করেন। বরাক ভ‍্যালি ভলান্টারি ব্লাড ডোনার্স ফোরাম এবং শিলচর মেডিক্যাল কলেজের ব্লাড ব্যাংকের তরফে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া হয়।
তপন ব্রহ্মচারী এই রক্তদান শিবিরের ব্যাপারে বলেন, “শ্রীশ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংসদেবের আদর্শ হচ্ছে মানব সেবা। আমরা তাঁরই আদর্শকে এগিয়ে নিয়ে যাচ্ছি। বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানের পাশাপাশি সমাজের কাজে নিজেদের নিযুক্ত রাখি, এই রক্তদান শিবির তারই অংশ।”

বরাক ভ‍্যালি ভলান্টারি ব্লাড ডোনার্স ফোরামের তরফে মহিতোষ পাল বলেন, “অযাচক আশ্রম রাজ্যের অন্যতম রক্তদাতা সংগঠন। তারা প্রত্যেক বছর বিরাট রক্তদান শিবিরের আয়োজন করে এবং এতে দু’শোর বেশি ভক্তরা এসে রক্তদান করেন। প্রায় এক দশক ধরে তারা এই কাজটি করে আসছেন এবং আমাদের ফোরাম তাদের পাশে ছিল। রক্তদান শিবির আয়োজন করার মধ্যে শুধু রক্ত জোগাড় করার বিষয় নয়, এতে মানুষের মধ্যে সচেতনতা তৈরি হয়। এত বড় একটি ধর্মীয় সংগঠন যখন রক্তদান শিবির আয়োজন করে এবং সঙ্ঘপ্রধান এসে এতে সাহস যোগান, তখন স্বভাবতই ভক্তদের মধ্যে রক্তদান নিয়ে উৎসাহ বেড়ে যায়। আমরা চাই তারা ভবিষ্যতে এভাবে রক্তদান শিবির আয়োজন করুন এবং আমরা তাদের পাশে থাকব।”

রবিবার রংপুরে আশ্রমের তরফ থেকে এক চরিত্রগঠন মূলক সভা অনুষ্ঠিত হচ্ছে। এতে তপন ব্রহ্মচারী সহ বিভিন্ন বক্তারা অংশ নিচ্ছেন। বরাক উপত্যকার তিন জেলার বিভিন্ন অঞ্চল থেকে ভক্তরা এতে যোগ দিচ্ছেন বলে জানানো হয়েছে আশ্রম তরফে।

Comments are closed.