Also read in

Brutal killing of Faruk Ahmed in Manipur. Agitated Alagapur, road blockade.

মনিপুর রাজ্যে অত্যন্ত নৃশংসভাবে ফারুক আহমেদ নামের যুবককে হত্যার প্রতিবাদে মঙ্গলবার হাইলাকান্দির আলগাপুরে ১৫৪ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে প্রতিবাদ জানাল বিভিন্ন সংগঠন । এদিন আলগাপুর বাজা‌রে বিভিন্ন দল, সংগঠন একত্রিত হয়ে প্রায় এক ১ ঘন্টা জাতীয় সড়ক অবরোধ করে বিভিন্ন স্লোগান দিয়ে এলাকার হাওয়া উত্তপ্ত করে তুলেন। প্রতিবাদী সংগঠনের প্রতিনিধি সদস্যরা .’মণিপুর সরকার মূর্দাবাদ’,’উই ওয়ান্ট জাস্টিস’, ‘ফারুক হত্যাকারী দোষীদের অবিলম্বে ফাঁসি চাই’ ইত্যাদি স্লোগান দেন।

এদিকে জাতীয় সড়ক অবরোধের খবর পেয়ে হাইলাকান্দি পুলিসের ডিএসপি নয়নমণি বর্মণ সহ আলগাপুর পুলিশ ঘটনাস্থলে ছুটে আসে। পুলিশ আন্দোলনকারী দের সাথে আলোচনায় মিলিত হয়ে এব‍্যাপারে শীঘ্রই জেলাশাসক এবং পুলিশ সুপারের সঙ্গে বৈঠকের ব্যাবস্থা করে বিহিত পদক্ষেপ গ্রহনের আশ্বাস দিলে আন্দোলন প্রত্যাহার করে নেওয়া হয়।

এদিনের আন্দোলন কর্মসুচিতে অন্যদের মধ্যে আলগাপুর সমষ্টির অগপ যুব পরিষদের সভাপতি জায়দুল আলম চৌধুরী (জুয়েদ), ইউডিএসএফ’য়ের আলগাপুর বিধানসভার সভাপতি সবির আহমেদ লস্কর , সহ সভাপতি মনজুরুল আলম চৌধুরী ,এআইইউডিএফ আলগাপুর সমষ্ঠির সভাপতি নজরুল হক লস্কর , আলগাপুর ব্লক কংগ্রেস সভাপতি হুসেন আহমেদ লস্কর , বিডিএসএফের আলগাপুর বিধানসভার সভাপতি বাহারুল ইসলাম লস্কর , পিএসওয়াইএফ এর সদস্য কায়দুল হক লস্কর, সাজ উদ্দিন , মুজ্জাকির হুসেন , প্রমুখ অংশ নেন।

Comments are closed.