Brutal murder of an ex CRPF Jawan at Ghoramara, Badarpur by two TET teachers !
প্রতিবেশী দুই টেট শিক্ষকের হাতে নৃশংসভাবে খুন হলেন স্বেচ্ছা অবসরপ্রাপ্ত সিআরপিএফ জওয়ান পরীক্ষিত দাস (৪৬)। লক ডাউনের মধ্যেই বদরপুর এলাকার ঘোড়ামারায় এই মর্মান্তিক ঘটনাটি ঘটে গত রোববার মাঝরাতে ।
প্রাপ্ত তথ্য অনুযায়ী, পরীক্ষিত দাস রোববার রাতে খাওয়া-দাওয়ার পর বাড়ির পাশেই একটু হাঁটাহাঁটি করছিলেন , তখন তার টর্চের আলো ওই এলাকারই প্রীতম দাস নামক এক শিক্ষকের চোখে পড়ায় বাক বিতণ্ডা শুরু হয়। এরই মধ্যে প্রীতম দাস(৪০) একটি ধারালো অস্ত্র নিয়ে আসে এবং তা দিয়ে পরীক্ষিতের মাথায় আঘাত করে। ঘটনাস্থলেই মৃত্যু হয় হতভাগ্য পরীক্ষিতের। এই আক্রমণে সামিল হয়েছিলেন প্রীতমের খুড়তুতো ভাই রূপম দাস (৪৫) এবং ঐ এলাকার স্বপন দাস নামে আরেক ব্যক্তি। এই তিনজন মিলেই পরীক্ষিতকে খুন করেছে বলে এলাকাবাসীর অভিযোগ। ঘটনার পরই অভিযুক্ত সবাই গা ঢাকা দেয়।
ঘটনার খবর পেয়ে বদরপুর থানার ইন্সপেক্টর বিনয় কুমার বর্মন পুলিশ বাহিনী নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠান। অভিযুক্তদের খুঁজছে পুলিশ।
এই ঘটনার সাথে অনেক পুরনো বাক-বিতণ্ডা, ঝগড়াঝাঁটির সম্পর্ক রয়েছে বলে জানা গেছে। কিছুদিন আগে স্বেচ্ছা অবসর নেওয়া সিআরপিএফ জাওয়ান
পরীক্ষিত দাস স্ত্রী, তিন কন্যা এবং অসংখ্য গুণমুগ্ধ রেখে গেছেন।
Comments are closed.