BSF Jawan Covid-19 Positive: Admitted to Karimganj Civil Hospital
ভারত-বাংলাদেশের করিমগঞ্জ সীমান্ত এলাকার দায়িত্বে থাকা সীমান্ত সুরক্ষা বাহিনীর জওয়ান কোভিড-১৯ আক্রান্ত । রবিবার সীমান্ত সুরক্ষা বাহিনীর জওয়ানের শরীরে কোভিডের জীবাণু ধরার পড়ার খবর নিশ্চিত করা হয় করিমগঞ্জ জেলা প্রশাসনের পক্ষ থেকে । রাজু মেহতা (৪০) নামের আক্রান্ত জওয়ান সীমান্ত সুরক্ষা বাহিনীর ০৭ নং ব্যাটালিয়নের বোটম্যান হিসাবে কর্মরত, ভ্রমন তথ্য দিল্লি ফেরত । গত ১০ জুন বিমান যোগে কর্মসূত্রে ওরঙবাদ বিওপিতে যোগদিতে কুম্ভীরগ্রামে বিমান বন্দরে ফিরলে তাকে হোম কোয়ারেন্টাইন থাকার নির্দেশ দেওয়া হয় এবং পরবর্তীতে পাথারকান্দিতে সীমান্ত সুরক্ষা বাহিনীর অধীনে থাকা কোয়ারেন্টাইন সেন্টারেই তাঁকে নিভৃতাবাসে রাখা হয় । চারদিন কোয়ারেন্টাইন থাকার পর কভিড ১৯ রেজাল্ট পজিটিভ আসার পর তাঁকে সঙ্গে সঙ্গে ভর্তি করা হয় করিমগঞ্জ কোভিড সেন্টারে, বর্তমানে সেখানেই তিনি চিকিৎসাধীন । তবে আক্রান্ত জওয়ান সম্পুর্ন কোয়ারেন্টাইন নির্দেশ এবং বিভাগীয় নির্দেশ মেনে থাকায় গোষ্ঠী সংক্রমন বা জওয়ানদের মধ্যে তেমন সংক্রমণের শঙ্কা থাকছে না ।
শারীরিক অবস্থায় তেমন কোন অবনতির খবর পাওয়া যায়নি । সুস্থ অবস্থায়ই চিকিৎসা চলছে তার করিমগঞ্জ সরকারি হাসপাতালের কোভিড সেন্টারে । উল্লেখ্য, আসাম এবং করিমগঞ্জ মধ্যে তিনিই প্রথম বিএসএফ কর্মী হিসেবে আক্রান্ত হয়েছেন কভিডে । ত্রিপুরায় ৮৬ নং এবং ১৩৪ নং ব্যাটালিয়নের অধিকাংশ জওয়ান সহ পরিবারের সদস্যরা এই মুহূর্তে আক্রান্ত কোভিডে । দিল্লি ফেরত এক জওয়ানের দেহ থেকে নোবেল করোনা ভাইরাসের জীবাণু সংক্রমন হয়েছিল ত্রিপুরায় জওয়ানদের মধ্যে ।
Comments are closed.