Also read in

Cachar College Admission : Student leader detained for alleged corruption

কাছাড় কলেজে ছাত্র ভর্তি প্রক্রিয়ায় সিন্ডিকেট রাজ এবং দালালের জড়িত থাকার অভিযোগ দীর্ঘদিনের। অনলাইন আবেদন প্রক্রিয়া চলাকালীন ও সক্রিয় রয়েছে এই দালাল চক্র। বৃহস্পতিবার শহরের মালুগ্রাম এলাকার বাসিন্দা এক দালালকে পাকড়াও করে পুলিশের হাতে তুলে দেয় ছাত্ররা।

গত কয়েকদিন ধরে কাছাড় কলেজে ভর্তির সুযোগ চেয়ে একাংশ ছাত্রছাত্রীদের আন্দোলনে নেতৃত্ব দিতে দেখা যাচ্ছিল ঐ ছাত্র নেতাকে। আম আদমি পার্টি থেকে বহিস্কার হওয়া বি কম কোর্সের এই ছাত্র নিজেকে ছাত্র সংগঠনের কর্মকর্তা পরিচয় দিয়ে আন্দোলনে নেতৃত্ব দিচ্ছিল। ( পূর্ববর্তীতে তথ্যগত ত্রুটি থাকায় আমরা দুঃখিত- সম্পাদনা করা হলো – বরাক বুলেটিন) ।প্রাপ্ত তথ্য অনুযায়ী, ছাত্রের নাম জসিম আহমেদ লস্কর, বাড়ি মালুগ্রাম অঞ্চলে।

ভর্তি প্রক্রিয়ার শেষ দিনে কাপ্তানপুরের বাসিন্দা ওয়াইখুম চাইনিজ সিং নামে এক ছাত্র ভর্তি তালিকায় নিজের নাম না পেয়ে তালিকায় নাম থাকার আশ্বাসে জসিমকে দেওয়া ৩০০০ টাকা ফেরত চায়। জসিম বাইক স্টার্ট করে পালিয়ে যেতে চাইলে ছাত্রছাত্রীরা তাকে পাকড়াও করে, পরে পুলিশের কাছে সমঝে দেয়। জসিম তিন হাজার টাকা নেওয়ার কথা স্বীকার করেছে। জসিম আরো জানায় যে এভাবে টাকা দিয়ে আগেও ছাত্র ভর্তি হয়েছে। এতে সহযোগিতা করেন কলেজেরই বিশ্বাস পদবীর এক কর্মচারী। তবে ওই কর্মচারী জসিমের এই কথা পুরোপুরি অস্বীকার করেছেন।

এ প্রসঙ্গে কাছাড় কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষা কে লক্ষীতন সিংহ বলেন, কলেজের কোন কর্মী ভর্তির নামে টাকা নিচ্ছেন তা যদি ঐ ছেলেটা প্রমাণ করতে পারে তবে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।

Comments are closed.