Candle March: Paper Mill employees demand compensation
৪৯ কাগজ কল কর্মীর অকাল মৃত্যুর জন্য কর্তৃপক্ষকে দায়ী করে ক্ষতিপূরণের জন্য মোমবাতি মিছিল
কাগজ কল কর্মীরা আবার প্রতিবাদে নামলেন, এবার মোমবাতি মিছিল। আজ বিকেল সাড়ে চারটায় পাঁচগ্রামের কাগজ কলের গেটের সামনে মোমবাতি নিয়ে এক শোক মিছিল অনুষ্ঠিত হয়। বেতন না পেয়ে অনাহারে, অর্ধাহারে, চিকিৎসার অভাবে ৪৯ জন কর্মীর মৃত্যুর প্রতিবাদে এই মিছিল; মৃতদের প্রতি শ্রদ্ধাও জ্ঞাপন করা হয়। মিছিলে এই ৪৯ জন কর্মীর পরিবারকে ২০ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানানো হয়। মিছিলে স্বতঃস্ফূর্তভাবে বিশাল সংখ্যক জনতা যোগদান করে এই প্রতিবাদ কর্মসূচিকে সফল করে তোলার জন্য এইচপিসি পেপার মিলস রিভাইভ্যাল অ্যাকশন কমিটির তরফ থেকে সবাইকে ধন্যবাদ জানানো হয়।
এদিকে, অন্য এক ঘটনায় আজ জাগীরোড কাগজ কলের এক কর্মী হতাশাগ্রস্ত হয়ে আত্মহত্যা করার জন্য এক উঁচু টাওয়ারের উপরে চড়ে বসেন। ২২ মাস ধরে বেতন না পেয়ে হতাশাগ্রস্ত হয়ে আত্মহত্যার জন্য তিনি এই সুউচ্চ টাওয়ারে চড়ে ছিলেন। কাত্র সিং বরদলৈ নামের ওই কর্মী পরে আরক্ষী বাহিনী এবং সহকর্মীদের আবেদনে নিচে নেমে আসেন।
উল্লেখ্য, কাছাড় এবং নগাঁও কাগজ কলের কর্মীরা বেতন না পেয়ে দীর্ঘদিন ধরে আন্দোলন চালিয়ে যাচ্ছেন। এই নিয়ে বরাক উপত্যকা বনধও জনগণের স্বতঃস্ফূর্ত সমর্থনে সফল হয়েছিল। ইদানীংকালে কাছাড় কাগজ কলে সিবিআইয়ের একটি দলও তদন্ত করে গেছে। সিবিআই তদন্তকে স্বাগত জানিয়েছিলেন আন্দোলনকারীরা। তবুও আশার আলো এখন পর্যন্ত কোন দিক থেকে পাচ্ছেন না কর্মীবৃন্দ।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল, অর্থমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা সবাই শিলচর আসছেন আগামী ৪ জানুয়ারি। লোকসভা নির্বাচনের প্রাকমুহুর্তে এই মহারথীদের আগমনে নতুন বছরে নতুন কিছু শোনার আশায় রয়েছেন কর্মীবৃন্দ।
Comments are closed.