Also read in

Cast vote and get discount: Traders of Hailakandi acounce this offer for voters

ভোট দিলে ওষুধ, স্বর্নালংকার, খাদ্য সহ বিভিন্ন আইটেমের কেনাকাটায় ছাড় দেওয়া হবে বলে ঘোষণা করলেন হাইলাকান্দির ব্যাবসায়ীরা।। হাইলাকান্দির জেলা উপায়ুক্ত কীর্তি জল্লির আহব্বানে সাড়া দিয়ে আগামী আঠারো ও উনিশ এপ্রিল এই বিশেষ ছাড় ঘোষণা করেছে ড্রাগ ডিলার্স এসোসিয়েশন, মার্চেন্টস অ্যাসোসিয়েশন, স্বর্ণ শিল্পী সংস্থা এবং হোটেল ও রেস্তোরাঁ ব্যাবসায়ী সমিতি।। সোমবার হাইলাকান্দিতে জেলা শাসক কীর্তি জল্লির সাথে ব্যাবসায়ীদের এক বৈঠকে এ ঘোষণা করেন ব্যাবসায়ীরা।

এদিনের সভার শুরুতে ব্যবসায়ীদের স্বাগত জানান চক্র আধিকারিক ত্রিদীপ রায়। সভায় গনতন্ত্রের মহোৎসবকে সফল করে তুলতে ব্যাবসায়ীদের সহযোগিতা কামনা করেন উপায়ুক্ত ।। ভোট দানে আগ্রহ বাড়াতে সভায় বিশেষ ছাড়ের ঘোষণা করেন ব্যাবসায়ী সংস্থার প্রতিনিধিরা।। এদিনের সভায় ড্রাগস ডিলার্স অ্যাসোসিয়েশনের সম্পাদক সুব্রত কুমার দেব ও সভাপতি সঞ্জয় কুমার দেব জানান, আগামী আঠারো ও উনিশ এপ্রিল যারা ভোটদানের চিহ্ন আংগুলের ডগায় দেখাবেন তদেরকে ওষুধ পত্র ক্রয়ে চার শতাংশ ছাড় দেওয়া হবে। মার্চেন্টস অ্যাসোসিয়েশন সম্পাদক সুদীপ পাল জানান, জেলা শাসকের আহবানে ব্যাবসায়ীরা সাড়া দিয়ে ব্যাক্তিগত ভাবে বিশেষ ছাড় দিচ্ছেন। স্বর্ণ ব্যাবসায়ী সমিতির সভাপতি বিধুভূষন পাল জানান, হাইলাকান্দির পাল জুয়েলারি ওই দুই দিন স্বর্ণালঙ্কার ক্রয়ে মজুরির উপর পনের শতাংশ বিশেষ ছাড় দিচ্ছে।

অনুরূপ ভাবে নাহাজ হোটেলেও ছাড় থাকবে বলে জানান নাহাজ ফুড এক্সপ্রেসের নইম উদ্দিন জানান।। প্রদীপ হোটেলের পক্ষে পিন্টু দাস দশ শতাংশ ছাড়ের ঘোষণা করেন। বাসন্তী গিফট হাউসের মালিক দীপংকর দেবনাথ জানান, তাঁর দোকানে গিফট আইটেম ক্রয়ে দশ শতাংশ ছাড় দেওয়া হবে। ব্যাবসায়ী বিনোদ সারদা এদিন থেকেই সাফারি, ব্যাগ, স্যুইটকেস ক্রয়ে ত্রিশ শতাংশ ছাড়ের ঘোষণা করেন। জে কিউব রেস্তোরাঁ খাবারে দশ শতাংশ ছাড় দিচ্ছে।

তাছাড়া ভোট মহোৎসব কে সফল করতে মজুমদার মেডিক্যাল হল, সহ বিভিন্ন ওষুধের দোকানে ছাড় ঘোষণা করা হয়েছে। এদিনের সভায় ব্যাবসায়ীদের সহযোগিতা দেখে ডিসি কীর্তি জল্লি গভীর সন্তোষ ব্যক্ত করে তাদেরকে ধন্যবাদ জানান এবং অন্য ব্যাবসায়িকদেরকে এগিয়ে আসার আহবান জানান।।

Comments are closed.

error: Content is protected !!