
CBI arrests Vinod Singhi and R N Katoyal on corruption charges
সি বি আই হানা শিলচরে। সোমবার সকালে। আটক হলেন শিলচরের দুই প্রতিষ্টিত ব্যবসায়ী। বরাক উপত্যকার দুই প্রতিষ্ঠিত ব্যবসায়ী বিনোদ সিংঘি ও আর এন কোতোয়ালকে দীর্ঘক্ষণ জেরার পর তাদেরকে গ্রেফতার করা হয়। উল্লেখ্য, বিনোদ সিংঘি গৌতম কনস্ট্রাকশন কোম্পানির কর্ণধার এবং আর এম কোতোয়াল হচ্ছেন এনপিসিসি কোম্পানির জোনাল ম্যানেজার। বর্ডার ফেন্সিং ও উন্নয়ন প্রকল্পে দুর্নীতির অভিযোগে তাদেরকে আটক করা হয়েছে। এই দুই কোম্পানি বরাক উপত্যকা সহ পার্শ্ববর্তী রাজ্যে বিভিন্ন সরকারি নির্মাণ কার্য করে আসছে দীর্ঘদিন ধরে।
জানা গেছে, কোম্পানি দু’টির বিরুদ্ধে অনেক দিন ধরে নানা অভিযোগ পাওয়া যাচ্ছিল। এখানে আরও উল্লেখ করা যেতে পারে, বিনোদ সিংঘি অসমের পূর্ব বিলাসীপাড়ার বিধায়ক অশোক সিংঘি’র ভাই।
গুয়াহাটি থেকে সিবিআই’র একটি বিশেষ দল শিলচরে এসে এই অভিযান চালায়। এই দুই ব্যবসায়ীর কার্যালয় থেকে সিবিআই বেশকিছু গুরুত্বপূর্ণ কাগজপত্র সঙ্গে করে নিয়ে গেছে বলে জানা যায়। কিছু গুরুত্বপূর্ণ নথিপত্র বাজেয়াপ্ত করা হয়। দুই ব্যবসায়ীকে আটক করার পর সিবিআই দলটি কাছাড়ের জেলা উপায়ুক্তের কার্যালয়ে যায়। দুজন ব্যবসায়ীকে জিজ্ঞাসাবাদ করার পর তাদেরকে গুয়াহাটি নিয়ে যাওয়া হয়েছে। এভাবে সিবিআই’র অতর্কিত হানায় এই প্রতিষ্ঠিত দুই ব্যবসায়ীর গ্রেফতারের খবর জানাজানি হতেই চাঞ্চল্যের সৃষ্টি হয় শিলচরে।
Comments are closed.