বাবা হীরালাল শর্মার স্মৃতিতে সেভেন এ সাইড ফুটবল করাচ্ছেন চন্দন শর্মা
আগামী ৮ নভেম্বর থেকে সেভেন এ সাইড প্রাইজ মানি ফুটবল প্রতিযোগিতার আয়োজন করছেন শিলচরের ক্রীড়া সংগঠক চন্দন শর্মা। প্রয়াত পিতা হীরালাল শর্মার স্মৃতিতে দু’দিনব্যাপী এই ফুটবল টুর্নামেন্টের আয়োজন করবেন তিনি। আজ বিকেলে টাউন ক্লাবে এক সাংবাদিক সম্মেলন ডেকে এমনটাই জানালেন শিলচর ডি এস এ’র প্রাক্তন এজিএস চন্দন শর্মা।
শুধু ফুটবল প্রতিযোগিতা আয়োজন নয়, ১৯৭৪ সালে আন্তঃজেলা সিনিয়র ফুটবলে চ্যাম্পিয়ন শিলচর দলের মোট ১২ সদস্যকে সংবর্ধনা দেবেন চন্দন শর্মা। সেই সঙ্গে সম্মান জানানো হবে আরও পাঁচজন প্রাক্তন খেলোয়াড়কে। আসলে এই টুর্নামেন্ট আয়োজন করার জন্য গোটা শর্মা পরিবার এগিয়ে এসেছে। আর চন্দন শর্মা এর নেতৃত্বে রয়েছেন। তিনি জানান, দুদিনেরএই আসর বসবে শিলচর টাউন ক্লাব মাঠে। মোট ১৬টি দলকে নিয়ে অনুষ্ঠিত হবে প্রতিযোগিতা। টুর্নামেন্ট যাতে সুষ্ঠুভাবে সম্পন্ন করা যায় এজন্য আলাদা আলাদা কমিটিও গঠন করা হয়েছে। শিলচর ডিএসএস’র রেফারি ব্রাঞ্চও সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে। শর্মা বলেন, ‘সমস্ত কোভিড প্রটোকল মেনেই এই প্রতিযোগিতা আয়োজন করা হবে। এর জন্য সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে টাউন ক্লাব ও ডি এস এ।’
তিনি জানান, এই টুর্নামেন্ট সফল হলে মহিলাদেরও একটা ফুটবল টুর্নামেন্ট করার ইচ্ছে রয়েছে। এবং সেটা নিজের মা’য়ের স্মৃতিতে করার পরিকল্পনা রয়েছে তার। তিনি বলেন, ‘ভাবিনি টুর্নামেন্টের জন্য এরকম ইতিবাচক সাড়া পাব। আমরা মোট ১৬ টি দলকে নিলেও আরো অনেক দল খেলার ইচ্ছে প্রকাশ করেছিল। কিন্তু দলের সংখ্যা আর বাড়ানো যায় নি। এজন্য কিছুটা খারাপ লাগছে।’
টুর্নামেন্টে অংশ নেওয়া ১৬ টি দলের জন্য হালকা টিফিনও দেবে শর্মা পরিবার। টুর্ণামেন্টে চ্যাম্পিয়ন দল পাবে ট্রফিসহ নগদ ৫০০০ টাকা। রানারআপ দল পাচ্ছে ট্রফি সহ ৪০০০ টাকা। এছাড়াও তৃতীয় ও চতুর্থ স্থান লাভ করা দল পাবে যথাক্রমে ট্রফিসহ তিন ও দু হাজার টাকা। টুর্ণামেন্টের ফাইনাল সেরা খেলোয়াড়কে দেওয়া হবে অসিত ধর স্মৃতি ট্রফি। টপ স্কোরার পাবেন তপোদীপ দেব স্মৃতি ট্রফি। টুর্নামেন্ট সেরা খেলোয়াড় পাবেন অমলেন্দু দে স্মৃতি ট্রফি। এছাড়া সেরা গোলকিপার পাবেন গৌতম সরকার স্মৃতি ট্রফি।
টুর্নামেন্টে অংশ নেওয়া ১৬ টি দল হচ্ছে- ইটখোলা এসি, টিটি ক্লাব, টাউন ক্লাব, ইয়ুথ ক্লাব, তারাপুর এসি, ভেটেরন এফ সি, রংমাই নাগা ইয়ুথ ক্লাব, অভিনব ক্লাব, গ্রীন হর্নেট ক্লাব, কালাইন স্পোর্টিং, অরুণাচল এস এস, শিলচর ফুটবল এসি, ইভিনিং ক্লাব, শিলচর স্পোর্টিং ক্লাব এবং শিলচর হুলিগান ক্লাব। টুর্নামেন্টের ফাইনাল খেলা হবে ৯ নভেম্বর বেলা আড়াইটা থেকে।
Comments are closed.