Also read in

Chandrayaan- 2 : ISRO loses contact with Vikram lander

চন্দ্রযান-২ এর ল্যান্ডার বিক্রমের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। ঘোষণা করলেন ইসরো প্রধান কে সিভান। ২.১ কিমি উচ্চতা পর্যন্ত যোগাযোগ ছিল। তারপর বিচ্ছিন্ন হয় যোগাযোগ। এতদূর পর্যন্ত যে তথ্য হাতে এসেছে তা যাচাই করা হচ্ছে বলে জানালেন ইসরো প্রধান!

এই হতাশাজনক খবরে প্রধানমন্ত্রী এক ট্যুইটে ইসরোর বিজ্ঞানীদের লিখলেন “ভেঙে পড়বেন না, দেশ আপনাদের নিয়ে গর্বিত। খুব তাড়াতাড়ি সাফল্যকে উদযাপন করব আমরা। আমি পাশে আছি”।

ইসরোর তরফে জানানো হয়েছে, চাঁদের পৃষ্ঠ থেকে ২ কিলোমিটার ১০০মিটার দূরত্বে শেষ সঙ্কেত পাওয়া গিয়েছিল ল্যান্ডার বিক্রমের থেকে।

শনিবার সকাল ৮টায় এই বিষয়ে জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী।

এ দিন রাত ১ টা ৪০ নাগাদ কক্ষ ছেড়ে চাঁদে নামতে শুরু করে ল্যান্ডার বিক্রম। ইসরো সূত্রে বলা হয়েছিল, সব ঠিক থাকলে রাত ১টা ৫৩ মিনিটে চাঁদের মাটিতে পা রাখবে ভারতের চন্দ্রযান। কিন্তু নির্ধারিত সময় পেরিয়ে গেলেও এ দিন কোনও সঙ্কেত পৌঁছয়নি গ্রাউন্ড স্টেশনে।

Comments are closed.

error: Content is protected !!