Chaos at the election rally of State BJP president in southern Hailakandi. Hundreds of Congress and AIUDF workers in Katlicherra have joined the BJP.
করিমগঞ্জ লোকসভা আসনের বিজেপি প্রার্থী কৃপানাথ মালাহর পালে হাওয়া তুলতে সোমবার দক্ষিণ হাইলাকান্দিতে প্রচারাভিযান চালালেন অসম প্রদেশ বিজেপি সভাপতি রঞ্জিত দাস।৷ এদিন ঘাড়মুড়ায় আয়োজিত নির্বাচনী সভায় প্রদেশ বিজেপি সভাপতির সম্মুখে দলের একাংশ নেতার বিরুদ্ধে দিনদয়াল গ্রামীণ বিদুৎ যোজনার অধীনে বিদ্যুৎ সংযোগের নামে ঘুষ নেওয়ার অভিযোগকে কেন্দ্র করে এক হুলস্থূল পরিস্থিতির সৃষ্টি হয়। পরিস্থিতি সামাল দিতে একসময় রঞ্জিত দাসকেও হস্তক্ষেপ করতে হয়। যদিও শেষ পর্যন্ত প্রদেশ বিজেপি সভাপতির হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়।
সভায় দলীয় নেতার বিরুদ্ধে প্রকাশ্যে দুর্নীতির অভিযোগ উত্থাপনের ঘটনায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়।৷ এতে দলের নেতারাও অস্বস্তিতে পড়েন।
এদিন প্রাকৃতিক দুর্যোগের মধ্যে মিজোরাম সীমান্তবর্তী দক্ষিণ হাইলাকান্দির ঘাড়মুড়াতে উন্নয়নের বাৰ্তা দিয়ে ভোট চান প্ৰদেশ বিজেপি সভাপতি রঞ্জিত দাস । করিমগঞ্জ আসনের প্রার্থী কৃপানাথ মালাহ-র হয়ে প্রচার চালান সভাপতি রঞ্জিত দাস। জেলা বিজেপি সভাপতি সুব্রত নাথের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভার অন্যদের মধ্যে অসম বিজেপির সংখ্যালঘু মোর্চার সভাপতি মোক্তার হোসেন খান, করিমগঞ্জ লোকসভা কেন্দ্রের প্রভারি সুন্দর পাল, শিলচর লোকসভা কেন্দ্রের প্রভারি জে কে পান্ডে , জেলা বিজেপি সভাপতি সুব্রত নাথ এবং করিমগঞ্জ লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী কৃপানাথ মালাহ প্রমুখ বক্তব্য রাখেন ।
প্রদেশ বিজেপি সভাপতি রঞ্জিত দাস তার বক্তব্যে বলেন, তিনশো -র অধিক আসন নিয়ে বিজেপি ক্ষমতায় ফিরছে । তাই আগামী সরকারে সামিল হওয়ার জন্য দলের প্রার্থী কৃপানাথ মালাহ-কে বিপুল ভোটে জয়ী করার আহ্বান জানান তিনি । তিনি করিমগঞ্জের সাংসদ রাধেশ্যাম বিশ্বাসের তীব্র সমালোচনা করে বলেন, এই সাংসদকে এলাকার মানুষ চোখে পর্যন্ত দেখতে পাননি। তাই তিনি উন্নয়নের স্বার্থে কৃপানাথ মালাহকে ভোট দেওয়ার আর্জি জানান ।এদিনের নির্বাচনী সভায় কংগ্রেসের প্রাক্তন জেলা পরিষদ সদস্য মৃদুল সিংহ চৌধুরী , আঞ্চলিক পঞ্চায়েত সভাপতি গোপী দেব সহ শতাধিক কংগ্রেস এবং এআইইউডিএফ সদস্য বিজেপিতে যোগদান করেন ।
Comments are closed.