Also read in

Child Marriage: Policeman picked up the bride in the middle of the night at the Hailakandi.

দক্ষিন হাইলাকান্দির এক গ্রাম থেকে বুধবার মধ্যরাতে অভিযান চালিয়ে নববিবাহিত এক নাবালিকাকে উদ্ধার করে থানায় তুলে নিয়ে এল পুলিশ। গোপন সুত্রের খবরের ভিত্তিতে কাটলিছড়া পুলিশ এদিন রাতে অভিযান চালিয়ে কাটানালা গ্রাম থেকে এই কিশোরীকে উদ্বার করে। কাটলিছড়া থানার এস আই কল্যান বরার নেতৃত্বে পুলিশ দল এদিন নববিবাহিত রায় পদবীর এক কিশোরীকে উদ্ধার করে থানায় নিয়ে আসে।

বৃহস্পতিবার দুপুরে পুলিশ ওই কিশোরীকে হাইলাকান্দি জেলা চাইল্ড কেয়ার কমিটির কাছে সমঝে দেয়‌। জানা গেছে, শুক্রবার কমিটি এব্যাপারে বৈঠক করে পরবর্তী সিদ্বান্ত নেবে।

উল্লেখ্য, বুধবার রাতে কাটানালা গ্রামের যুবক সমরজিৎ রায়ের সাথে ওই কিশোরীর বিয়ে হয়। যদিও বিয়ের কিছুক্ষণের মধ্যেই পুলিশ কিশোরীকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। পুলিশের সাবইন্সপেক্টর কল্যান বরা জানান, পুলিশের উপস্থিতি টের পেয়ে বর সমরজিত রায় সহ ,তার বাবা এবং কিশোরীর বাবা গা ঢাকা দেন। বুধবারে এই বিবাহ পর্ব সম্পন্ন হয় । সমরজিতের এটা দ্বিতীয় বিয়ে। প্রথম বিবাহের এক সন্তান রয়েছে তার, তবে ওই স্ত্রী মারা গেছেন।

Comments are closed.