
Class III student dies at Hailakandi due to APDCL's irresponsibility
হাইলাকান্দির জামিরা থানা এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক শিশুর মৃত্যু হল আজ। ঘটনাটি ঘটে আজ দুপুর সাড়ে বারোটা নাগাদ হাইলাকান্দি জেলার কিল্লারবাক অঞ্চলে।
৬২৭ নং কিল্লারবাক প্রাথমিক স্কুলের তৃতীয় শ্রেনীর ছাত্র সৈফ উদ্দিন বড়ভূইয়া আজ দুপুর সাড়ে বারোটা নাগাদ স্কুল থেকে বাড়ি যাওয়ার পথে বিদ্যুৎস্পৃষ্ট হয়।
প্রাপ্ত তথ্য অনুযায়ী, বিদ্যুতের হাই ভোল্টেজ লাইনের তার ছিড়ে ছাত্রটির উপরে পড়ে যায়। ঘটনাস্থলেই সৈফ উদ্দিন মৃত্যুর কোলে ঢলে পড়ে। এই ঘটনায় সমস্ত এলাকায় শোকের ছায়া নেমে আসে। স্থানীয় জনগণ এই দুর্ঘটনার জন্য সম্পূর্ণভাবে বিদ্যুৎ বিভাগকে দায়ী করে ক্ষতিপূরণ বাবদ সৈফ উদ্দিন বড়ভূঁইয়ার পরিবারকে ১০ লক্ষ টাকা প্রদানের দাবি জানিয়েছেন।
Comments are closed.