Also read in

CM Sarbananda Sonowal urges residents to light lamp and celebrate Bihu and Bengali new year staying indoors

নববর্ষ উপলক্ষে মঙ্গলবার সন্ধ্যা ছয়টায় প্রত্যেকের বাড়িতে প্রদীপ জ্বালানোর আবেদন মুখ্যমন্ত্রীর

মঙ্গলবার বাংলা এবং অসমীয়া নববর্ষের শুভেচ্ছা জানাতে গিয়ে মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল রাজ্যের প্রত্যেক ব্যক্তিকে সন্ধ্যায় প্রদীপ প্রজ্জ্বলনের আবেদন জানিয়েছেন। তিনি টুইটারে একটি পোস্ট দিয়ে সোমবার রাজ্যবাসীর প্রতি এই আবেদন জানান।

মুখ্যমন্ত্রীর কথায়, “করোনা ভাইরাসের আক্রমণে যখন সারা বিশ্ব আতঙ্কে রয়েছে, ভারতীয় হিসেবে আমরা প্রদীপ জ্বালিয়ে প্রত্যেক মানুষের প্রতি শ্রদ্ধা জানাবো এবং শান্তির কামনা করব।”

জেলাশাসক বর্ণালী শর্মা জেলার প্রত্যেক ব্যক্তির কাছে মুখ্যমন্ত্রীর বার্তাটি পৌঁছে দিয়েছেন। তিনি বলেন, মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল রাজ্যের প্রত্যেক ভাষা এবং জনগোষ্ঠীর ব্যক্তির কাছে অনুরোধ জানিয়েছেন, আপনারা সবাই মঙ্গলবার সন্ধ্যায় নিজের বাড়িতে প্রদীপ জ্বালাবেন। অসমে বাঙালি, অসমীয়া সহ বিভিন্ন ভাষা গোষ্ঠীর মানুষ একসঙ্গে বসবাস করছেন। আজ করোনা ভাইরাসের আক্রমণে আমরা সবাই আতঙ্কিত। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ডাকে সাড়া দিয়ে ইতিমধ্যেই আমরা বাড়িতে প্রদীপ জ্বালিয়ে এই উদাহরণটি তুলে ধরেছি। এবার মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল একইভাবে আমাদের কাছে আবেদন জানিয়েছেন। আমি কাছাড়ের প্রত্যেক জনগণের কাছে তার আবেদনটি পৌঁছে দিতে চাইছি।

তবে এই কাজটি করতে গিয়ে কোনোভাবে যাতে কেউ রাস্তায় বেরিয়ে না আসেন অথবা জনসমাগম যাতে তৈরি না হয় এটা আমাদের দেখতে হবে। লকডাউনের মানে হচ্ছে আমরা পারস্পরিক দূরত্ব বজায় রেখে চলব। করোনা ভাইরাস মানুষের স্পর্শ ছাড়া ছড়াতে পারবে না। যারা এই দুঃসময়ে রোগীর এবং সমাজের সেবা করছেন, তাদের প্রতি শ্রদ্ধা জানাতে আমরা এই প্রদীপ জ্বালাবো। এছাড়া নিজের এলাকার এবং বিশ্বের প্রত্যেক ব্যক্তির সুস্বাস্থ্যের কামনার উদ্দেশ্যেও এই প্রদীপ জালানো। আমরা আশা রাখছি প্রত্যেকেই এতে সাড়া দেবেন।

মুখ্যমন্ত্রীর আবেদনকে ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় অনেকেই সমর্থন জানিয়েছেন। অনেকেই তার টুইটারের পোস্ট শেয়ার করে জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন সবাই যাতে সন্ধ্যা ছয়টায় প্রদীপ প্রজ্জ্বলনে যোগ দেন।

Comments are closed.

error: Content is protected !!