Coronavirus: Saudi Authorities suspend Umrah visa with immediate effect
শুধু চিনেই নয়, করোনা ভাইরাসের আতঙ্ক এখন সর্বত্র ৷ দক্ষিণ-পূ্র্ব এশিয়ার মতো পশ্চিম এশিয়ার বিভিন্ন দেশেও এখন ছড়িয়েছে এই মারণ ভাইরাস ৷ করোনা ভাইরাস ছড়িয়ে পড়া প্রতিরোধ করতে সতর্কতা হিসেবে বিদেশীদের জন্য ওমরাহ করার সুবিধা স্থগিত রাখল সৌদি আরব।
পর্যটন ভিসা থাকা সত্ত্বেও করোনাভাইরাস ধরা পড়েছে এমন এলাকা থেকে আসা বিভিন্ন দেশের নাগরিকদেরও সৌদি আরবে প্রবেশ না করতে দেয়ার সিদ্ধান্ত নিয়েছে সৌদি কর্তৃপক্ষ। মক্কায় ওমরাহ বন্ধ করার পাশাপাশি পবিত্র নগরী মদিনায়ও প্রবেশ বন্ধ করা হয়েছে।
সৌদি আরবের রয়্যাল কনস্যুলেট জেনারেলের মুম্বাই অফিস থেকে অল ইন্ডিয়া হজ ওমরাহ টুর অর্গেনাইজারস অ্যাসোসিয়েশনের চেয়ারম্যানকে এক পত্র মারফত ২৭ ফেব্রুয়ারি থেকে অনির্দিষ্টকালের জন্য ওমরাহ ভিসা স্থগিত রাখার সিদ্ধান্তের কথা জানানো হয়।
হজরত মুহাম্মদের জন্মস্থান মক্কা ইসলামের অন্যতম পবিত্র শহর হিসেবে বিবেচিত হয়। আর হজরতের কবর মদিনা শহরে, তাই মদিনায়ও প্রচুর মুসলমান ভ্রমণ করেন ধর্মীয় কারণে।
তবে জুলাই মাসে আসন্ন হজে যেতে আগ্রহীদের উপর এই স্থগিতাদেশ কোন প্রভাব ফেলবে কিনা, সেটি এখনো পরিষ্কার হয়নি। সৌদি আরবে প্রতি বছর লক্ষ লক্ষ মুসলমান উমরাহ ও হজ পালন করেন। গত বছর প্রায় ২৫ লক্ষ মুসলমান হজ পালন করেছিলেন।উল্লেখ্য, আসাম তথা বরাক উপত্যকা থেকে এক বৃহৎ সংখ্যক মুসলিম পুণ্যার্থী প্রতি বৎসর হজের জন্য মক্কায় গিয়ে থাকেন। এবছর ও হজ যাত্রার প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু হয়ে গেছে ।
সৌদি আরব বিদেশী পর্যটক বাড়াতে সম্প্রতি বেশ কিছু উদ্যোগ গ্রহণ করেছে। দেশটির কর্মকর্তারা বলছেন, গত অক্টোবর থেকে চার লক্ষের মতো টুরিস্ট ভিসা ইস্যু করা হয়েছে।
সৌদি আরবে এখনো করোনাভাইরাস শনাক্ত না হলেও প্রতিবেশী দেশ কুয়েত, বাহেরিন, ইরাক ও আরব আমিরাতে করনোভাইরাসে আক্রান্ত বেশ কিছু মানুষের সন্ধান পাওয়া গেছে।
আর সে কারণেই সৌদি আরব বাড়তি সতর্কতা হিসেবে কড়াকড়ি আরোপ করেছে । তবে বিদেশে অবস্থানরত সৌদি নাগরিকদের দেশে ফেরার পথে কোন প্রতিবন্ধকতা নেই।
Comments are closed.