Covid-19: Number of infected people in Hailakandi increases rapidly, 27 in a single day
সমগ্র দেশের সাথে আসাম তথা বরাক উপত্যকায় ও সংক্রমণ বেড়ে চলেছে। এই উপত্যকায় এখন হাইলাকান্দিতে আক্রান্তের সংখ্যা বৃদ্ধি হচ্ছে দ্রুতবেগে। হাইলাকান্দিতে ৭২ ঘন্টায় আক্রান্তের সংখ্যা ৬১, চব্বিশ ঘন্টায় ২৭। তবে স্বস্তির কথা, মোটামুটি এদের সবারই ভ্রমন বৃত্তান্ত রয়েছে।
হাইলাকান্দি জেলায় শনিবার একইদিনে ২৭ জন ব্যক্তির শরীরে কোভিড পজিটিভ ধরা পড়ার ফলে জেলায় মোট আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ১৩৭ জনে। জেলা স্বাস্থ্য সূত্রে প্রাপ্ত তথ্য অনুযায়ী শনিবার আক্রান্ত হলেন, জাকির হুসেন বড়ভূইয়া (২৮), ইমরান হুসেন (১৯), শাহজাহান আহমেদ লস্কর (২০), রঞ্জিত নাইডু(২৮), আব্দুল মুমিন (২৮), আজারউদ্দিন বড়ভূইয়া (২০), কুতুবউদ্দিন লস্কর (৩০), জাবেদ আহমেদ (২১), সাহারুল ইসলাম মজুমদার (২১), সামসুদ্দিন শেখ (২৮), সাজিদুল ইসলাম (২০), আলি আহমেদ লস্কর (২০), হুসেন আহমেদ (২৩), আনোয়ার হুসেন লস্কর (২৩), জিয়াবুর রহমান (২৩), আসকউদ্দিন লস্কর (২২), জশিমউদ্দিন শেখ (১৮), নজমুল হক (২৮), রুমা কেওট (২৬), ইসলামুল হক লস্কর (৩১), জিয়াউল হক মজুমদার (৩২), জশিমউদ্দিন লস্কর (২২), আজাদ হুসেন তালুকদার (২১),, মিজামুল হক (১৯), সরিমুল হুসেন লস্কর ( ২৫) ও কায়দুল ইসলাম (২২)। এরা প্রায় সবাই মহারাষ্ট্র থেকে এসেছিলেন বলে জানা গেছে। এই ২৭ জন লালার উপকণ্ঠের জয়মঙ্গল হাইস্কুল এবং মনাছড়া জওহর নবোদয় বিদ্যালয়ের কোয়ারানটাইন কেন্দ্রে ছিলেন। আক্রান্ত সাতাশ জনের মধ্যে ৪ জন রোগীকে এস কে রায় সিভিল হাসপাতালে এবং বাকি ২৩ জনকে কাটলিছড়ার ধলাই মডেল হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
এদিকে শিলচরের সংসদ ডক্টর রাজদীপ রায়ের ফেসবুক পোস্ট থেকে জানা গেছে বরাক উপত্যকায় সর্বমোট আক্রান্তের সংখ্যা ৩৫৫, এরমধ্যে ছাড়া পেয়েছেন ১৬৪ জন, সক্রিয় রোগী রয়েছেন ১৮৯ জন এবং মারাগেছেন দুইজন।
সমগ্র অসমে আক্রান্তের সংখ্যা প্রায় চার হাজারের কাছাকাছি। রাজ্যের স্বাস্থ্য মন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা রাত ১১ টা ৪০ মিনিটে এক টুইটে জানিয়েছেন , সমগ্র অসমে কোভিড আক্রান্তের সংখ্যা ৩৯০০। এরমধ্যে সুস্থ হয়ে উঠেছেন ১৮০৫ এবং সক্রিয় রোগী রয়েছেন ২০৮৪ জন, মারা গেছেন ৮ জন এবং অন্যত্র চলে গেছেন তিনজন।
Comments are closed.