Also read in

"COVID-19 Situation Could Turn From Bad to Worse in November", NHM Director S Lakshmanan

রাজ্যে করোনা পরিস্থিতি এমনিতেই উদ্বেগজনক, তার ওপর আগামী দিনগুলোতে পরিস্থিতি আরো জটিল আকার ধারণ করবে এমন আশংকা প্রকাশ করলেন নেশনাল হেলথ মিশনের ডাইরেক্টর এস লক্ষ্মণন ।

বুধবার পর্যন্ত আক্রান্তের সংখ্যা ১ লক্ষ ৩৩ হাজার ছাড়িয়ে গেছে। অক্টোবর মাসের শেষে রাজ্যে তিন লক্ষ ছাড়িয়ে যেতে পারে আক্রান্তের সংখ্যা। এবং এই হারে সংক্রমণ যদি বৃদ্ধি পেতে থাকে তাহলে নভেম্বরে সৃষ্টি হবে অকল্পনীয় পরিবেশের।

শুধু আসাম নয়, সমগ্র দেশেই বাড়ছে আক্রান্তের সংখ্যা, সাথে বৃদ্ধি পাচ্ছে মৃত্যুর সংখ্যা ও। রাজ্যে বর্তমানে করোনা চিকিৎসায় রত হাসপাতালসমূহে অভাব ঘটেছে বিছানার। কিন্তু মানুষ এখনও এই ব্যাপারে সজাগ হচ্ছে না, আক্ষেপ প্রকাশ করেন ডিরেক্টর। সরকারের তরফ থেকে যথাসাধ্য চেষ্টা করা হলেও রোগীর সংখ্যা উত্তরোত্তর বৃদ্ধি ঘটায় চিকিৎসা সেবা প্রদান করা কঠিন হয়ে দাঁড়াচ্ছে।  স্বাস্থ্য পরিকাঠামো ক্রমান্বয়ে উন্নতি করে তোলার গতিকে ছাপিয়ে যাচ্ছে করোনা সংক্রমণ।

লক্ষ্মণন বলেন , “শুধু স্বাস্থ্য দপ্তরের জন্যই নয়, সকলের জন্যই এটা বড় বেদনাদায়ক পরিস্থিতি। মানুষ মাস্ক পরা, সামাজিক দূরত্বের গুরুত্ব বুঝেন না। নিজেকে সুরক্ষিত না রাখলে রোগ ছড়াবেই। সরকারের পক্ষে যতটা সম্ভব সরকার করছে, হয়তো আরও করা হবে। কিন্তু সমস্যা হবে তখনই, যখন স্বাস্থ্য বিভাগের পরিকাঠামো যে হারে বৃদ্ধি করা হচ্ছে, তার চেয়ে বেশি হারে রোগীর সংখ্যা বাড়বে । সবাইকে চিকিৎসা দেওয়াই হয়তো সম্ভব হবে না তখন।”

গুরুতর অসুস্থ রোগীদের ক্ষেত্রে কোভিডের ফলাফল পজিটিভ- নেগেটিভ আসার অপেক্ষা না করে চিকিৎসকের শরণাপন্ন হতে পরামর্শ দেন লক্ষ্মণন।

Comments are closed.