Also read in

cyclonic storm: Welcome gate of the Assam University collapses

আসাম বিশ্ববিদ্যালয়ের কথা উঠলেই যে প্রবেশ তোরণ চোখের‌‌ সামনে ভেসে ওঠে আজ দ্বিপ্রহরে কালবৈশাখীর প্রচন্ড তাণ্ডবে ভেঙে পড়ল সেই প্রবেশ তোরণ। লকডাউন থাকায় বিশ্ববিদ্যালয় বন্ধ, তাই ফাঁকা ছিল চত্বর, কোন আহতের খবর নেই। তবে বিশ্ববিদ্যালয়ের আইকন হিসেবে পরিচিত বিশাল এই তোরন ভেঙে পড়ার সংবাদে ছাত্র শিক্ষক মহলে বিষাদের ছায়া পরিলক্ষিত হয়।

আজ দুপুর থেকে বিকেল পর্যন্ত বরাক উপত্যকা জুড়ে এই তান্ডব লীলা চালায় কালবৈশাখী । দুপুর একটা নাগাদ করিমগঞ্জ জেলায় প্রথম কালবৈশাখী আছড়ে পড়ে । বৃষ্টি ছিল ছিটেফোঁটা। জোর হাওয়া এবং ধূলিঝড়ে নাকাল হতে হয় শহরবাসীদের। লক ডাউনের জন্য রাস্তা ফাঁকা থাকায় শহর গুলোর রাস্তায় কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। তবে, উপত্যকার স্থানে স্থানে শহরে-গ্রামে ভেঙে পড়ে অসংখ্য গাছপালা। স্থানে স্থানে গাছ ভেঙ্গে পড়ায় বিদ্যুৎ সরবরাহ থমকে দাঁড়ায়। শেষ খবর পাওয়া পর্যন্ত উপত্যকার এক বিরাট বড় অংশ এখনোও বিদ্যুৎহীন। কখন বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হবে তা নিয়ে প্রমাদ গুনছেন সবাই।

গ্রামাঞ্চলে বেশকিছু ঘরবাড়ি ভেঙে পড়ার খবর পাওয়া গেছে। করোনা আতংকের মধ্যে প্রকৃতির আরেক রুদ্র লীলায় মাথা গোঁজার ঠাঁই হারিয়েছেন এই গরীব জনগণ। তবে প্রাণহানির কোন সংবাদ এখন পর্যন্ত পাওয়া যায়নি।

Comments are closed.