Also read in

DC Barnali Sharma rolls out new set of precautionary measures

করোনা প্রতিরোধে ব্যবস্থা গ্রহণে ব্যবসা প্রতিষ্ঠানগুলোর প্রতি জেলা প্রশাসনের আবেদন

করোনা ভাইরাস নিয়ে বিশ্বজুড়ে আতঙ্কের সঙ্গে সঙ্গে এর প্রতিরোধে বিভিন্ন ধরনের সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। এই মহামারীর বিস্তার রুখতে সামাজিক দূরত্ব বজায় রাখার ব্যাপারে অসম সরকার তথা কাছাড় জেলা প্রশাসন বেশ কিছু নির্দেশনা ও পরামর্শ প্রদান করেছে। বৃহত্তর জনস্বার্থে আজ কাছাড়ের জেলা উপায়ুক্ত বর্ণালী শর্মা সরকারি পত্রের মাধ্যমে শিলচরের সমস্ত ব্যবসা প্রতিষ্ঠান, বাজার কমিটি, ব্যক্তিগত দোকান মালিক এবং মলগুলোর ম্যানেজমেন্টের কাছে বিভিন্ন সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণের জন্য আবেদন জানিয়েছেন।

সরকারি পত্রে মলগুলোতে ভিড় কমাতে এবং মুদি দোকান, রেস্তোরা প্রাঙ্গণে জনগণের মধ্যে দূরত্ব কমপক্ষে এক মিটার বজায় রাখার আবেদন জানানো হয়। তাছাড়া নিজ নিজ প্রতিষ্ঠানের সামনে হাত ধোয়ার প্রয়োজনীয় সামগ্রী জল, সাবান এবং হ্যান্ড স্যানিটাইজার রাখারও নির্দেশ দেওয়া হয়। স্বাস্থ্যকর পরিস্থিতি বজায় রাখার জন্য নিজস্ব প্রতিষ্ঠান প্রাঙ্গন পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার আবেদন জানানো হয়। তাছাড়া তিনি ব্যবসা প্রতিষ্ঠানের মালিকদের প্রতি প্রতিষ্ঠানের ভেতরে এবং সামনে জন সমাবেশ কঠোরভাবে নিষিদ্ধ করার জন্য আবেদন জানিয়েছেন।

Comments are closed.