Also read in

Demise of former CM Tarun Gogoi: Silchar DSA postpones anniversary programme to Sunday

রবিবার প্রথম বর্ষপূর্তি পালন করবে শিলচর ডি এস এর বর্তমান কর্মসমিতি, প্রাক্তন মুখ্যমন্ত্রী গগৈ র মৃত্যুতে অনুষ্ঠান পিছিয়ে দিল সংস্থা

মঙ্গলবার নয়, আগামী রবিবার বর্তমান কর্মসমিতির প্রথম বর্ষপূর্তি পালন করবে শিলচর ডি এস এ। আসলে মঙ্গলবার বর্তমান কর্মসমিতির মেয়াদ সম্পূর্ণ হচ্ছে। সেই অনুসারে দিনটাকে স্মরণীয় করে রাখতে একগুচ্ছ পরিকল্পনা নিয়েছিল সংস্থা। সবকিছু এগোচ্ছিল পরিকল্পনা অনুসারে তবে সোমবার রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তরুণ গগৈ এর মৃত্যুতে শোক জানিয়ে অনুষ্ঠান পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয় শিলচর ডি এস এ।

অনুষ্ঠানে, বরাকের কৃতি সাংস্কৃতিক ব্যক্তিত্ব কালিকাপ্রসাদ ভট্টাচার্যকে মরণোত্তর সম্মান দেবে ডি এস এ। বিকেল চারটা থেকে শুরু হবে অনুষ্ঠান। এতে এই অঞ্চলের মোট ৩৯ জন সাংস্কৃতিক ব্যক্তিত্বকে সম্মান জানানো হবে। মূলত পাঁচটি ক্যাটাগরিতে সম্মাননা জানানো হবে।

পাঁচটি ক্যাটাগরি হচ্ছে মরণোত্তর সম্মাননা, লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড, বিশেষ সম্মাননা, সাংস্কৃতিক সংগঠক হিসেবে সম্মাননা এবং শিল্পী সম্মাননা।

উল্লেখযোগ্য বিষয় হচ্ছে এই প্রথম সাংস্কৃতিক জগতের ব্যক্তিত্বদের সম্মান দিচ্ছে শিলচর ডিএস এ। গতবছর ২৪ ফেব্রুয়ারি বর্তমান কর্ম সমিতি নিজেদের দায়িত্বভার গ্রহণ করেছিল। তাই এবার দিনটাকে স্মরনীয় করে রাখতে একগুচ্ছ পরিকল্পনা নেয় সংস্থা কিন্তু মহামারী করোনার জেরে বেশ কয়েকটি পরিকল্পনা বাতিল করতে হয়েছে। এদিকে, সংস্থার প্রয়াত সচিব মনি কর্মকারের নামে একটি স্ট্যান্ড নামাঙ্কিত করা হবে সেই সঙ্গে সংস্থা একটি লাইব্রেরী আর্কাইভ হলও তৈরি করবে। জিবি সদস্য শিবব্রত দত্তর প্রয়াত পিতা সুধাংশু মোহন দত্তের স্মৃতিতে। ক্রিকেট প্যাভিলিয়ন ও ক্লাব হাউসের মধ্যে একটি স্থানে তৈরি হবে লাইব্রেরী ও আর্কাইভ হল। এটা গড়ে তুলতে ৭ থেকে ১০ লক্ষ টাকা খরচ হবে এর পুরোটাই বহন করবেন শিবব্রত দত্ত। নিজের প্রয়াত পিতার স্মৃতিতেই এটা করবেন তিনি। এই সব সিদ্ধান্ত সংস্থার জিবি বৈঠকে নেওয়া হয়েছে।

Comments are closed.