
Detention camp : Human chain to be formed on Shahid Dibas as silent protest
ডিটেনশন ক্যাম্পের অমানবিক পরিবেশের কথা বহু আলোচিত। ক্যাম্পের বন্দীদের দুর্দশায় মানুষের হৃদয় কাঁদে। কেউ কেউ যন্ত্রণা সহ্য করতে না পেরে আত্মহত্যার পথও বেছে নিচ্ছেন। কেউবা ডি ভোটার নোটিশ প্রাপ্তিতে ভয়ে আতঙ্কে আত্মহত্যা করছেন। যারা পরিস্থিতি মোকাবিলা করার চেষ্টা করছেন তাদেরও দিশেহারা অবস্থা। প্রকৃত ভারতীয় হওয়া সত্ত্বেও বিদেশি ঘোষিত হওয়ার ভয়ে তারাও আতঙ্কিত। প্রকৃত ভারতীয়দের ডি ভোটার নোটিশ প্রদান, ডিটেনশন ক্যাম্পে যথেচ্ছাচারের বিরুদ্ধে আগামী উনিশে মে, মাতৃ ভাষা শহীদ দিবস পালনের দিনে শিলচর জেল রোডে মানব শৃঙ্খল তৈরি করে এক মৌন প্রতীকী প্রতিবাদ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সচেতন নাগরিকদের পক্ষ থেকে আইনজীবী দেবব্রত দাস, আইনজীবী সৌমেন চৌধুরি, সমর ভট্টাচার্য, কমল চক্রবর্তী, জয়দীপ ভট্টাচার্য্য, রথীন্দ্র দাস প্রমূখ এই মৌন প্রতীকী প্রতিবাদের উদ্দেশ্যে মানব শৃঙ্খল গঠনে সর্বসাধারণকে অংশগ্রহণ করার জন্য অনুরোধ জানিয়েছেন। এ উপলক্ষে রবিবার সকাল ১০ টা ৩০ মিনিটে জেল রোডে অবস্থিত ওরিয়েন্টাল স্কুলের সামনে সবাইকে জমায়েত হওয়ার অনুরোধ জানানো হয়েছে।
ডিটেনশন ক্যাম্পে অমানবিক পরিবেশে বন্দীদের রাখা, যথেচ্ছ এবং আইন পরিপন্থী ভাবে প্রকৃত ভারতীয়দের ডি ভোটার নোটিশ প্রদান, তাদের অনেককেই সম্পূর্ণ অন্ধকারে রেখে বিদেশি ঘোষিত করা এবং ডিটেনশন ক্যাম্পে বন্দীদের মুক্তির জন্য অবাস্তব কিছু শর্ত পূরণের প্রতিবাদে এই মানবশৃঙ্খল গঠন করা হচ্ছে বলে আবেদনপত্রে উল্লেখ করা হয়।
Comments are closed.