Also read in

Devastating fire in Surya spice factory, SriKona

বৃহস্পতিবার সন্ধ্যা রাতে এক বিধ্বংসী অগ্নিকান্ডে শ্রী কোনা কদমতলা এলাকায় সূর্য গুঁড়ো মসলা কোম্পানির কারখানা দাউ দাউ করে জ্বলে উঠে, তারপর গুদামে ও ছড়িয়ে পড়ে।এই গুঁড়ো মসলা কোম্পানির স্বত্বাধিকারী হলেন দেবাশীষ চন্দ্র পাল ।

কারখানার মেশিন গুলো মেরামতির কাজ শেষ করে এদিন বিকেল তিনটা নাগাদ কারখানা বন্ধ করা হয়েছিল। তাই আগুন কিভাবে লাগলো সঠিকভাবে নিশ্চিত হওয়া যাচ্ছে না, তবে সন্দেহ করা হচ্ছে এটা শর্ট সার্কিট থেকেই ঘটেছে।

আগুন লাগার সংবাদে শ্রী কোনা ওএনজিসি’র দুটো দমকল ইঞ্জিন ছুটে আসে, ছুটে আসেন শ্রী কোনা পুলিশ ফাঁড়ির ইনচার্জ সজল চক্রবর্তী। শিলচর থেকে ও ছুটে যায় দমকল বাহিনী। স্থানীয় জনগণ এবং দমকলের যৌথ প্রয়াসে কিছুক্ষণের মধ্যেই আগুন আয়ত্তে আসে। তবে আগুন নেভাবার আগেই কারখানার অধিকাংশ পুড়ে ছাই হয়ে যায়। পনেরো থেকে কুড়ি লক্ষ টাকা ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা যায়।

Comments are closed.