District court to remain shut for all general public affairs till March 31
৩১ মার্চ পর্যন্ত বন্ধ থাকবে শিলচর জেলা আদালতের সব ধরনের কার্যকলাপ
করোনা ভাইরাস সংক্রমণ আটকাতে সব ধরনের জনসমাগম বন্ধ করার সরকারি আহ্বানকে স্বাগত জানিয়ে ৩১ মাস পর্যন্ত শিলচর জেলা আদালত বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আদালতের আভ্যন্তরীন কার্যকলাপ আংশিকভাবে চললেও কোনো শুনানির কাজ হবে না। জেলা বার সংস্থার পক্ষ থেকে নীলাদ্রি রায় খবরটি জানিয়েছেন।
তার কথা অনুযায়ী, আগে ২১ মার্চ পর্যন্ত আদালতের কার্যকলাপ বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছিল। কিন্তু পরিস্থিতি মোকাবিলায় এটি বাড়িয়ে এখন ৩১ মার্চ করা হয়েছে। সেই সঙ্গে তিনি অনুরোধ রাখেন, জেলা বার সংস্থার কোন সদস্য আদালত চত্বরে তাদের মক্কেলদের আসতে বলবেন না।
অন্যদিকে এই সময়ে যাদের মামলার তারিখ রয়েছে তারা আগামীতে অন্য কোনও তারিখ পাবেন। এই সময় আদালতে উপস্থিত না হলে বর্তমান পরিস্থিতির কথা মাথায় রেখে তাদের কোন অসুবিধা হবে না বলে আদালতের পক্ষ থেকে আশ্বাস দেওয়া হয়েছে।
তিনি আরো বলেন, “এই অবস্থায় আমরা জেলার প্রত্যেক ব্যক্তির কাছে অনুরোধ রাখছি, ৩১ মার্চ পর্যন্ত আপনারা আদালত চত্বরে আসা থেকে নিজেদের বিরত রাখবেন।” একই নির্দেশ প্রত্যেক আইনজীবিকেও দেওয়া হয়েছে বলে উল্লেখ করা হয়।
Comments are closed.