Also read in

Drama evening in the memory of Chameli Kar organised by Dasharupak, something to remember

ঝড় তুফানে বিধ্বস্ত শিলচরে প্রতিকূল আবহাওয়ায় গত রোববার বঙ্গভবনে দশরূপক আয়োজিত চামেলি কর স্মৃতি নাট্য সন্ধ্যায় প্রায় হল ভর্তি দর্শকের উপস্থিতি জানান দিল নাট্যমোদিরা এখনও চামেলি করকে মনে ধরে রেখেছেন।

নাট্য সন্ধ্যায় মঞ্চস্থ হলো একটি পূর্ণাঙ্গ এবং একটি একাঙ্ক নাটক; মাঝখানে চামেলি করের প্রতি শ্রদ্ধার্ঘ্য নিবেদন হল এক তথ্য চিত্রের মাধ্যমে।

বঙ্গভবনের পর্দায় কারিগরি ত্রুটির জন্য অনুষ্ঠান শুরুতে কিছুটা বিলম্ব হয়- পূর্ণাঙ্গ নাটক হলেও পর্দা না টেনে দৃশ্যান্তরে যেতে হয়।

প্রথম নাটক -হেলেন কেলার হয়ে উঠা নিয়ে ‘অনন্য জীবন’; এটি আগেও মঞ্চস্থ হয়েছে, তবে এবারেরর পরিবেশনা সবকিছু ছাপিয়ে গেছে। শিশু হেলেন কেলার এবং তার শিক্ষিকা আনে সুলেভানের ভূমিকায় অনবদ্য অভিনয় করলেন স্নেহা দাস এবং নয়না চৌধুরী। চোখের সামনে যেন জীবন্ত হয়ে উঠে হেলেন কেলার এবং তার শিক্ষিকা । বিশিষ্ট অভিনেতা ও নির্দেশক ডঃ স্বপন দাসের সুযোগ্যা কন্যা স্নেহার অভিনয়ে ভবিষ্যতে বড়মাপের শিল্পী হয়ে ওঠার সম্ভাবনা প্রবল।

তথ্যচিত্র আরেকটু সম্পাদনা করে এবং আরো কিছু অজানা তথ্য সংকলিত করে পরিবেশিত হলে মনোগ্রাহী হত।

সবশেষে পরিবেশিত হলো প্রবাদ প্রতীম রাজনৈতিক ব্যক্তিত্ব মহিতোষ পুরকায়স্থকে নিয়ে নাটক ‘কালের বিচার’। আজকালকার রাজনীতিবিদদের বিতর্কিত বর্ণময় জীবন নিয়ে নাটক খুবই সম্ভব। কিন্তু মহিতোষ পুরকায়স্থের মত একজন নিপাট ভদ্রলোককে নিয়ে নাটক বানানো চাট্টি খানি কথা নয়। তবে সেটা অনেকটাই সম্ভব হল চিত্রভানু ভৌমিকের লেখনীর পরশে এবং স্বপন দাসের পরিচালনায়। মহীতোষ পুরকায়স্থের একটি স্ট্যাচু বসানো নিয়ে মামলার শুনানির প্রেক্ষাপটে পুরো নাটকটি তৈরি। বর্তমানের রাজনীতিবিদরা অপ্রাসঙ্গিক আখ্যা দিয়ে তার কলুষবিহীন জীবনকে দায়ী করে স্ট্যাচু বসানোর বিরোধিতা করছেন। মাঝেমধ্যে, মহিতোষ বাবুর জীবনের ছোটখাট কয়েকটা ঘটনা এবং তার কিছু সংলাপে দর্শকগণকে একাত্ম হয়ে হাততালি দিয়ে উঠতে দেখা গেল। বর্তমান অস্থির অসহিষ্ণু এবং শালীনতা বিহীন রাজনীতিতে বীতশ্রদ্ধ জনগণের নাটকটি বেশ ভালোই লেগেছে। তবে স্বাভাবিকভাবেই নাট্য উপাদান কম থাকায় নাট্য রসের ঘাটতি ছিল। প্রথম পরিবেশনায় অভিনয়ে সাবলীলতারও কিছুটা অভাব রয়েছে। তবে, সবশেষে বলা যায়, দশরূপকের প্রয়াস সফল হয়েছে, নাট্য মোদিরা পরিতৃপ্ত। ‘চামেলী কর অমর রহে’র মধ্য দিয়ে শেষ হয় স্মৃতি নাট্য সন্ধ্যা।

Comments are closed.