
Election campaigning: Rahul Gandhi to visit Barak Valley on 3rd, Narendra Modi on 6th
নির্বাচনী প্রচারে বরাকে তিন এপ্রিল আসছেন রাগা, নমো ছয়ে
লোকসভা নির্বাচনে কংগ্রেসের অনুকূলে হাওয়া তুলতে আগামী ৩ এপ্রিল বুধবার বরাক সফরে আসছেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। কংগ্রেস দল সুপরিকল্পিতভাবে তার জনসভার স্থান নির্ধারণ করেছে কাগজ কলের উপশহর পাঁচগ্রামে। পাঁচগ্রাম কাগজ কল বন্ধ হয়ে আছে কয়েক বছর ধরে, বেতন পাচ্ছেন না কর্মচারিরা। এটাকে নির্বাচনী হাতিয়ার করতে চাইছে কংগ্রেস।
এদিকে বরাকের দুই আসন উদ্ধারের লক্ষ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আগামী ৬ এপ্রিল ফের বরাক উপত্যকায় আসছেন। তার সভার স্থান চূড়ান্তভাবে নির্ধারিত না হলেও সম্ভবত শ্রীগৌরিতে তার সভা অনুষ্ঠিত হবে। বরাক উপত্যকার দুই সংসদীয় কেন্দ্রের সংযোগস্থল হিসেবে কালী নগরেও হতে পারে সভা।
বিজেপির দলীয় সূত্রে জানা গেছে, প্রধানমন্ত্রী মোদির বরাক সফরের পরে শিলচর আসবেন বিজেপি দলের সর্বভারতীয় সভাপতি অমিত শাহ। সেই সভা শিলচরেই অনুষ্ঠিত হবে। তবে এখনো দিনক্ষণ নির্ধারিত হয়নি।
প্রধানমন্ত্রীর সফর উপলক্ষে গেরুয়া শিবির ইতিমধ্যেই করিমগঞ্জে ব্যাপক প্রস্তুতি শুরু করে দিয়েছে।
Comments are closed.