Also read in

Election result 2019: Delay likely due to complex procedure of counting

আগামী ২৩শে মে সকাল আটটায় গণনা শুরু হচ্ছে। তবে অন্যান্য বারের মত এবার কয়েক ঘণ্টার মধ্যে সিংহভাগ ফল পেয়ে যাবার আশা করা বৃথা। এবারের গণনা প্রক্রিয়া বেশ জটিল।

সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী প্রতিটি বিধানসভা কেন্দ্রের পাঁচটি ভিভিপ্যাট মেশিনের স্লিপ গুণতে হবে। শিলচর লোকসভা কেন্দ্রে আছে সাতটি বিধানসভা কেন্দ্র, তাই পঁয়ত্রিশটি ভিভিপ্যাট মেশিনের ছোট ছোট স্লিপ গুলো গুনে ইভিএমের কন্ট্রোল ইউনিটের ফলাফলের সাথে মেলাতে হবে। তার ওপর আছে পোস্টাল ব্যালট। জানা গেছে, এবার সর্বাধিক সংখ্যক পোস্টাল ব্যালট জমা পড়েছে। পোস্টাল ব্যালটের গণনা প্রক্রিয়া এবার খুবই জটিল। পোস্টাল ব্যালট গণনা শেষ না হলে ইভিএমে প্রদত্ত ভোটের গণনা শেষ করা যাবে না। তাই এখানেও অনেক সময় লাগবে।

গণনা কর্মীদের সকাল ছটায় নেট্রিপে রিপোর্ট করতে আদেশ করা হয়েছে; গণনা কেন্দ্রে মোবাইল ফোন তথা কোন ধরনের ইলেকট্রনিক সামগ্রী নিয়ে প্রবেশ করা যাবে না।

শিলচর লোকসভা কেন্দ্রের সাতটি বিধানসভা কেন্দ্রের গণনা আলাদা আলাদা সাতটি কক্ষে করা হবে। প্রতিটি কক্ষে থাকবে ১৪টি টেবিল; প্রতিটি টেবিলে একজন করে কাউন্টিং অ্যাসিস্ট্যান্ট, কাউন্টার সুপারভাইজার এবং মাইক্রো অবজারভার থাকবেন। একটি করে কন্ট্রোল ইউনিট প্রতিটি টেবিলে প্রথম রাউন্ডে দেওয়া হবে। এই ইভিএমগুলোর ভোট গণনা প্রক্রিয়া শেষ হবার পর একটা রাউণ্ড শেষ হবে।

উদাহরণস্বরূপ বলা যায়, শিলচর বিধানসভা কেন্দ্রে আছে সর্বমোট ২২৫টি পোলিং স্টেশন। তাই বিভিন্ন নির্বাচনী প্রার্থীদের এজেন্টের উপস্থিতিতে মোটামুটি ১৭ রাউন্ড গণনা চলবে। সাথে চলবে, ৫টি ভিভিপ্যাট মেশিনের স্লিপগুলোর গণনা।

গণনার ব্যাপারে নির্বাচন কমিশন এবার বেশ কড়াকড়ি করেছেন। তাছাড়া, বিভিন্ন ফর্ম পূরণ করার প্রক্রিয়াটাও এবার কিছুটা দীর্ঘ।

তাই সর্বোপরি বলা যায় ফলাফল প্রকাশ করতে দেরি হবে, এমন কি কিছু কেন্দ্রে রাত পর্যন্ত গড়াতে পারে। তবে বিকেলের আগে মোটামুটি জাতীয় পর্যায়ে কারা সরকার গঠন করছে আঁচ পাওয়া যাবে।

Comments are closed.