Also read in

Employees of two Paper mills of Assam to get arrears, orders tribunal

কেন্দ্রীয় সরকার আসামের দুটো কাগজ কল বন্ধ করতে পারবে না। আজ এনসিএলএটি ( ন্যাশনাল কোম্পানি লো অ্যাপিলেট ট্রাইবুনাল)এই গুরুত্বপূর্ণ রায় প্রদান করেছে ।

কাছাড় পেপার প্রজেক্ট ওয়ার্কার ইউনিয়ন গত ২ মে এই ট্রাইব্যুনালের কাছে নগাও এবং কাছাড় কাগজ কল নিলাম করার নির্দেশ প্রত্যাহার করার জন্য আবেদন জানিয়েছিল। আজ এই তিন জন বিচারপতি নিয়ে গঠিত এই অ্যাপিলেট ট্রাইব্যুনাল শুনানি গ্রহণ করে কাগজ কল দুটি বন্ধ না করার নির্দেশ জারি করেছে। সাথে কাগজ কল দুটির কর্মচারি এবং আধিকারিকদের চাকরি থেকে বরখাস্ত না করে খুব শীগগির কাজে ফিরিয়ে নেওয়ার নির্দেশ প্রদান করেছে।

যদি নিলাম করতে হয় তবে বর্তমানের কর্মচারি এবং আধিকারিকদেরও হস্তান্তর করতে হবে। সঙ্গে লিকুইডেটর কুলদীপ বর্মাকে কাগজ কল দুটি পুনরায় চালু করা এবং কর্মচারিদের বকেয়া বেতন ভাতা এবং বিধিসম্মত অন্যান্য পাওনা গণ্ডা কেন্দ্রীয় সরকারের কাছ থেকে আদায় করার নির্দেশ দেওয়া হয়েছে।

এক ট্রেড ইউনিয়ন নেতা এই রায়ের ব্যাপারে প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে বলেন, এটা অত্যন্ত খুশির খবর। কাগজ কলের কর্মচারিরা বেতন পাবে, দেরি হলেও সেটা সত্যিই সুখবর। কারণ বেতন না পেয়ে কাগজ কলের কর্মচারিদের অবস্থা কতটা সঙ্গীন, এটাতো একের পর এক কর্মচারির মৃত্যু মিছিলে সামিল হওয়া থেকেই বোঝা যায়। তবে দেখা যাক শেষ পর্যন্ত কি হয়?

তিনি বলেন, “এই অঞ্চলের লক্ষ লক্ষ মানুষের কর্মসংস্থানের একমাত্র ভরসা এই কাগজ কল। কাজেই কাগজ কল চালু হওয়া অত্যন্ত জরুরি। এবার মনে হচ্ছে কাগজ কলটি শুরু হবে। বর্তমান সরকারও এ দিকে খেয়াল রাখবেন সেটাই আশা রাখছি”।

তিনি আরও উল্লেখ করেন, মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল বারবার বলেছেন, এই কাগজ কলটি চালু করার সব ধরনের চেষ্টা করা হবে। এই কাগজ কলটি চালু হলে লক্ষ লক্ষ কর্মচারি, যারা গরিব, যারা এই কাগজ কলে বাঁশ কাটেন তাদের পরিবারের কর্মসংস্থানের ব্যবস্থা হবে, কাজেই কাগজ কলটি চালু হওয়া জরুরি বলে মনে করেন মুখ্যমন্ত্রীও। ট্রেড ইউনিয়ন নেতা আরও উল্লেখ করেন, এতদিন পর্যন্ত কাগজ কলের কর্মচারিরা বেতন পাচ্ছেন না সত্যি, কিন্তু সরকারের পক্ষ থেকে বৈদ্যুতিক লাইন কেটে দেওয়া হয়নি এখন পর্যন্ত। বিদ্যুৎ সেবা কর্মচারিদের জন্য এখনো চালু রয়েছে।

সব মিলিয়ে তিনি আশা প্রকাশ করেন যে কাগজ কলের কর্মচারিদের এবার সুদিন ফিরবে।

Comments are closed.