Also read in

Expulsion of Gautam Roy : Congressmen burn Effigy of Ripun Bora at Hailakandi

প্রাক্তন মন্ত্রী গৌতম রায়কে কংগ্রেস দল থেকে বহিস্কারের প্রতিবাদে হাইলাকান্দির লালায় পুড়ল অসম প্রদেশ কংগ্রেস সভাপতি রিপুন বরার কুশপুতুল। রবিবার লালায় রিপুন বরার কুশপুত্তলিকা পুড়িয়ে রাজীব ভবনে তালা ঝুলিয়ে ক্ষোভ উগরে দেন কংগ্রেসের একাংশ নেতা-কর্মী।

লালা ব্লক কংগ্রেস সভাপতি শুভ্রজ্যোতি নাথ চৌধুরী, লালা শহর মণ্ডল কংগ্রেস সভাপতি ননীগোপাল নাথ লস্কর,লালার কংগ্রেসি পুর কমিশনার শঙ্কু চৌধুরী,নিয়তি ব্যানার্জি, হাইলাকান্দি ওবিসি বোর্ডের চেয়ারম্যান রাজু নাথ,সঞ্জয় পাল,টিঙ্কু নাথ,পাপ্পু নাথ প্রমুখ এই প্রতিবাদী কার্যসূচিতে অংশ নিয়ে এক জোটে দল ছাড়ার ঘোষণা করেন। তারা গৌতম রায়কে জয় শ্রীরাম বলার অপরাধে দল থেকে বহিস্কারের সিদ্ধান্তকে দুর্ভাগ্যজনক আখ্যা দিয়ে সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানান। কংগ্রেস নেতারা এদিন জয় শ্রীরাম ধ্বনি দিয়ে বলেন, একজন হিন্দুর মুখ থেকে জয় শ্রীরাম ধ্বনি দিলে এটা কি ভাবে অপরাধ হল!

তারা আরও বলেন, গণতান্ত্রিক ভারতবর্ষে নিজ নিজ ধর্ম নিয়ে কথা বলা বা জয় দেওয়ার অধিকার সবার আছে। আর রামচন্দ্র হিন্দুদের আদর্শ পুরুষ।তাই প্রত্যেক হিন্দু জয় শ্রীরাম বলতেই পারে।এই বিষয়কে ইস্যু করে প্রদেশ কংগ্রেস নেতার গৌতম রায়কে দল থেকে বহিস্কার করে নিজেদের হীনমন্যতার পরিচয় দিয়েছেন। তারা ভুলে গেছেন যে হাইলাকান্দিতে গৌতম রায়কে নিয়েই কংগ্রেসের অস্তিত্ব রয়েছে। গৌতম রায়কে বহিস্কার করা মানে হাইলাকান্দি কংগ্রেস শূন্য করে দেওয়া। আর এটাই এখন বাস্তব রূপ নেবে বলে কংগ্রেস নেতারা উল্লেখ করেন।।

হাইলাকান্দি কংগ্রেস শূন্য করার হুমকি দিয়ে এদিন দল ত্যাগের ঘোষণা করেন কংগ্রেস নেতারা।এদিন দফায় দফায় রিপুন বরা মুর্দাবাদ, গৌতম রায় জিন্দাবাদ ধ্বনি দিয়ে লালা রাজীব ভবন ত্যাগ করেন কংগ্রেসীরা।

Comments are closed.