
Five shops are gutted in a devastating early morning fire in Amla, Hailakandi.
হাইলাকান্দির আমালায় মঙ্গলবার ভোরে এক বিধ্বংসী অগ্নিকান্ডে পাঁচটি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। অগ্নিনির্বাপক বাহিনীর প্রায় এক ঘন্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রনে এলেও ততক্ষণে সব কিছু পুড়ে ছাই হয়ে যায়।
জানা গেছে, ভোর সাড়ে পাঁচটা নাগাদ অগ্নিকান্ডের সূত্রপাত ঘটে।। মূহুর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা আমালার পাঁচটি দোকান, ব্যাবসা প্রতিষ্ঠানে ছড়িয়ে পড়ে। এতে আমালার প্রসিদ্ধ রঞ্জু পালের মিস্টির দোকান, রহিম উদ্দিনের স্টেশনারি দোকান, ইসাক আলি মজুমদারের হোমিওপ্যাথি ফার্মাসি, মনীন্দ্র সিংহের খাদ্য বস্তুর দোকান ও
সমসির আলম মজুমদারের মোটর বাইক, সাইকেল রিপিয়ারিং সেন্টার ভস্মীভুত হয়।। ক্ষয়ক্ষতির পরিমাণ কয়েক লক্ষ টাকা হবে বলে অনূমান করা হচ্ছে। অগ্নিকান্ডের খবর পেয়ে হাইলাকান্দি থেকে দমকলের একটি ইঞ্জিন সহ অগ্নিনির্বাপক বাহিনী ও এসডিআরএফ বাহিনী দ্রুত ঘটনাস্থলে ছুটে আসে।দমকলের একটি ইঞ্জিন প্রায় এক ঘন্টা চেষ্টার ফলে আগুন নিয়ন্ত্রনে আনে।। পাশের জলাশয় থেকে ও জল সংগ্রহ করে দমকল বাহিনী।।। যদিও অগ্নিকান্ডের প্রায় দুই ঘন্টা পরও লালা পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় নি বলে এলাকাবাসী জনগণের অভিযোগ।
অন্যদিকে, কাটলিছড়ার দমকল বাহিনী ও আসেনি। এদিকে লালা পুলিশের বক্তব্য হচ্ছে, ভোরে দুটি ফোন এলেও অপরপ্রান্ত থেকে কোন আওয়াজ পাওয়া যায় নি। যার ফলে পুলিশ আগুনের খবর পায় নি।। এলাকার নাগরিকরা ক্ষতিগ্রস্ত ব্যাবসায়ীদের সরকারি আর্থিক সহায়তা প্রদানের দাবি জানিয়ে জেলা উপায়ুক্ত কীর্তি জল্লির দৃষ্টি আকর্ষণ করেছেন।।
Comments are closed.