Also read in

Flying squad ceases 800 gm Ganza from a Mizo woman at Panchgram

হাইলাকান্দি জেলা প্রশাসন নিযুক্ত  ফ্লায়িং স্কোয়াড ও স্টেটিক সার্ভাইল্যান্স টিমের অভিযানে  শুক্রবার উত্তর হাইলাকান্দির পাঁচগ্রামে  উদ্ধার  হল  আটশত গ্রাম গাঁজা ।।  এদিন ফ্লায়িং স্কোয়াডের সদস্যরা যানবাহনে তল্লাশি চালিয়ে এক মিজো মহিলার কাছ থেকে  ওই গাঁজা উদ্ধার করেন।  এরপর মহিলা সহ গাঁজা  পাঁচগ্রাম থানায় সমঝে দেন।   আটক মহিলার নাম মিলি খাইতি, বাড়ি মিজোরামের সাইয়া নিউ কলোনিতে।।

প্রসংগত, নির্বাচন উপলক্ষে হাইলাকান্দি জেলায়  প্রশাসনের তল্লাশি অভিযান আর ও  জোরদার করা হয়েছে।  জেলা প্রশাসন নিয়ুক্ত  ফ্লায়িং স্কোয়াড বাহিনী  যানবাহনের উপর বিশেষ নজরদারি  চালিয়ে যাচ্ছে।   জেলা  প্রশাসনের এম সি সি  সেলের  ফ্লায়িং স্কোয়াডের  তল্লাশি অভিযানে বিগত চার দিনে  পাঁচ লক্ষ সাত হাজার নয় শত আশি টাকা উদ্ধার করা হয়েছে। জেলার বিভিন্ন স্থানে জেলা প্রশাসন নিয়ুক্ত   ফ্লায়িং স্কোয়াড  বাহিনী  যানবাহনে তল্লাশি চালিয়ে ওই অর্থ উদ্ধার করে।।

গত ত্রিশ মার্চ লালার  স্টেটিক সার্ভিল্যান্স টিমের সদস্যরা গাগলাছড়া এলাকা থেকে নগদ পঞ্চাশ হাজার পাঁচ শত টাকা,  একত্রিশ মার্চ ঘাড়মুড়া থেকে এক লক্ষ ৪৮ হাজার চার শত আশি টাকা,  গোলালিয়া থেকে এক লক্ষ বিশ হাজার টাকা,  উদ্ধার করেন।  অন্যদিকে দুই এপ্রিল বাঘমারা থেকে এক লক্ষ দশ হাজার টাকা,  বাংলাথল থেকে  ৭৯ হাজার টাকা মিলিয়ে বিগত চার দিনে সর্বমোট  পাঁচ লক্ষ সাত হাজার নয় শত আশি টাকা উদ্ধার করে।। কাটলিছড়ার  বাংলাথল এলাকায়   একটি  অটো থেকে   নগদ  ৭৯  হাজার  টাকা সহ দেড়শত গ্রাম গাঁঞ্জা বাজেয়াপ্ত করে  এম সি সি সেলের  স্টেটিক সার্ভিলেন্স টিম। অপরদিকে গত এক এপ্রিল  এস এস টি দলটি কালাছড়া বাগানে অভিযান চালিয়ে এক হাজার আট শত ৪২ লিটার অবৈধ  মদ  বাজেয়াপ্ত করে।  তাছাড়া ২৭ মার্চ ২৯ লিটার অবৈধ মদ নষ্ট করে।  ২৮ মার্চ ৪১ লিটার মদ ধংস করে।  দুই এপ্রিল  ১৪৮ লিটার দেশী মদ নষ্ট করে।।

Comments are closed.