
Four booths of Karimganj are going for re-poll.
করিমগঞ্জ (তপশিলি জাতি) সংসদীয় নির্বাচন চক্রের অন্তর্গত চারটি বুথে পুনরায় ভোট গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে। করিমগঞ্জ লোকসভা কেন্দ্রের অন্তর্গত যে ৪ টি বুথে পুনরায় ভোট নেওয়া হবে সেই কেন্দ্রগুলো হলো, 8 নং দক্ষিণ করিমগঞ্জ বিধানসভা সমষ্টির ৪৬৭ নং বাটইয়া এলপি স্কুলের ডান দিকের কক্ষ ১০৫ নম্বর ভোট গ্রহণ কেন্দ্র, ৩৬১ নং গন্ধর্বখনি এলপি স্কুলের ১৩৪ নম্বর ভোট গ্রহণ কেন্দ্র, ৩৬৬ নম্বর আতানগর এলপি স্কুলের ডান দিকের এবং বাঁদিকের দুটি কক্ষ যথাক্রমে ১৫২ নম্বর এবং ১৫৩ নম্বর ভোট গ্রহণ কেন্দ্র।
ভারতের নির্বাচন আয়োগ রিপ্রেসেন্টেশন অফ পিপল অ্যাক্টের ৫৮ ধারার ২ নং উপধারা অনুযায়ী এই চারটি বুথের ভোট গ্রহণ বাতিল বলে ঘোষণা করেছে এবং এই ভোট গ্রহণ কেন্দ্রসমূহে আগামী ২৪ এপ্রিল, বুধবার পুনরায় ভোট গ্রহণ করতে হবে বলে আদেশ দেওয়া হয়েছে। ভোট চলবে সকাল ৭ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত।
১ নং করিমগঞ্জ( তপশিলি জাতি) লোকসভা নির্বাচন চক্রের আধিকারিক এম এস মনিবন্ননের স্বাক্ষরিত চিঠিতে এই নির্দেশ দেওয়া হয়েছে। রিটার্নিং অফিসার মনিবন্নন ভোটারদের অবহিত করতে জানান, ভোট প্রদান করতে নির্বাচন কমিশনের সচিত্র ভোটার পরিচয় পত্র অথবা নির্বাচন কমিশনের ১১টি ডকুমেন্টের যে কোনো একটি দেখাতে হবে।
এখানে উল্লেখ করা যেতে পারে, বাটইয়া এলপি স্কুলের ডানদিকের ভোটগ্রহণ কেন্দ্রেই প্রাক্তন মন্ত্রী সিদ্দেক আহমেদের সঙ্গে বচসা হয়েছিল প্রিসাইডিং অফিসারের। শুধু তাই নয়, ওই কেন্দ্রে ভোটগ্রহণ পর্বে অনিয়মের অভিযোগও রয়েছে।
তবে, শিলচর লোকসভা আসনের কোনও কেন্দ্রে পুনরায় ভোট গ্রহণের নির্দেশ নেই ।
Comments are closed.