Also read in

Gautam insults his father by calling Congress 'Bouta' (vagabond): attacks congress

বিজেপিতে যোগদন করে করিমগঞ্জে এক সংবর্ধনা সভায় কংগ্রেসকে বাউটা বলেছিলেন গৌতম রায়, তার এই উক্তিতে তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করল কংগ্রেস দল। গতকাল ইন্দিরা ভবনে সাংবাদিক সম্মেলন ডেকে শিলচর জেলা কংগ্রেস সভাপতি প্রদীপ কুমার দে, আসাম প্রদেশ সম্পাদক সঞ্জীব রায়, জেলা কমিটির সাধারণ সম্পাদক রাজেশ দেব, পাপন দেব, মহিলা কংগ্রেসের জেলা প্রধান সঞ্চিতা আচার্য’রা তীব্র ভাষায় আক্রমণ করেন গৌতম রায়কে।

জেলা কংগ্রেস সভাপতি প্রদীপ কুমার দে বলেন, কংগ্রেসকে ‘বাউটার দল’ বলে নিজের পিতা সন্তোষ কুমার রায়কেই অপমান করেছেন গৌতম। কারণ গৌতম রায়ের বাবা সন্তোষ কুমার দীর্ঘদিন হাইলাকান্দি জেলা কংগ্রেসের সভাপতি ছিলেন; কাটলীছড়া থেকে বিধায়ক হয়েছিলেন। শুধু তাই নয়, গৌতম রায় কংগ্রেসের মনোনয়নে ছয়বার বিধায়ক হয়েছেন হয়েছেন, মন্ত্রী ও। তার স্ত্রী-পুত্ররাও কংগ্রেসের টিকিটে বিধায়ক হয়েছিলেন, তবে এরা সবাই কি ‘বাউটা’ ছিলেন।

অন্যতম সাধারণ সম্পাদক রাজেশ দেব বলেন নিজের প্রাণ বাঁচাতেই গৌতম রায় বিজেপিতে যোগদান করেছেন। গৌতম রায় বিজেপিতে যোগ দিয়ে অন্তর্বর্তীকালীন জামিন নিয়েছেন। গৌতমের বিজেপিতে যোগ দানে লাভ হয়েছে কংগ্রেসের এবং ক্ষতি হবে বিজেপির কারণ দলের হয়ে কাজ করার চেয়ে অন্তর্ঘাতেই বেশি পারদর্শী গৌতম।

গৌতম রায় বলেছেন শিষ্টাচার শিখতে তিনি বিজেপিতে গিয়েছেন, তবে এতদিন কি তিনি শিষ্টাচারহীন ছিলেন, প্রশ্ন করেন তারা।

এদিন সাংবাদিক সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা কংগ্রেস সহ-সভাপতি অমিতাভ সেন, সাধারণ সম্পাদক রাহুল আলম লস্কর, দেবদীপ দত্ত, সজল দেব, নীলোৎপল সেন, রাজদীপ দেবরায়, বাবলি কর, আব্দুল রাজ্জাক প্রমুখ।

Comments are closed.