Also read in

Gautam Roy yet to be suspended, says Ripun Bora

গৌতম রায়কে দল থেকে সাসপেন্ড করা নিয়ে ঢোক গিললেন আসাম প্রদেশ কংগ্রেস কমিটি সভাপতি রিপুন বরা। একসময়ের ডাকসাইটে নেতা গৌতম রায়ের কংগ্রেস দল থেকে বহিষ্কার নিয়ে হাইলাকান্দি কংগ্রেস কার্যালয়ে তালা ঝোলানো এবং দলীয় নেতাদের কুশপুত্তলিকা দাহ নিয়ে হাইলাকান্দি উত্তাল হওয়ার পর গতকাল মুখ খুললেন কংগ্রেস সভাপতি।

হাইলাকান্দির ঘটনার প্রতিক্রিয়ায় তিনি বলেন দলে থাকতে হলে সংগঠনের নিয়ম নীতি মেনে চলতে হবে। দলের বিরুদ্ধে প্রতিদ্বন্দিতায় বিজেপি প্রার্থীর জয়ের পর উল্লাসের অভিযোগ উঠেছিল গৌতমের বিরুদ্ধে। রিপুন এই প্রসঙ্গে বলেন, তার বিরুদ্ধে দল বিরোধী কার্যকলাপ ও অনুশাসন ভঙ্গের অভিযোগে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছিল। কিন্তু তিনি তার জবাব দেন নি উল্টো কংগ্রেস অফিসে তালা লাগাতে দলীয় সমর্থকদের উসকে দিয়েছেন। গৌতম রায়ের মতো প্রবীণ নেতার আচরণ দুর্ভাগ্যজনক। কংগ্রেস দল তাকে প্রাপ্য সম্মান দিতে কার্পণ্য করেনি তিনি নিজে ১৯৮৭ সাল থেকে ২০১৬ সাল পর্যন্ত সুদীর্ঘকাল কংগ্রেস বিধায়ক ছিলেন। তাকে কয়েকবার মন্ত্রী করা হয়েছে, তার স্ত্রী এবং ছেলেকেও বিধায়ক করা হয়েছে। কাজেই দলের অনুশাসন না মেনে প্রতিবাদ কর্মসূচি পালনের আচরণ দুঃখজনক। তাকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়া হলেও তিনি তা গ্রহণ করছেন না। তাকে দল থেকে এখনো সাসপেন্ড করা হয়নি। তিনি শোকজের জবাব দিলে তাকে প্রদেশ কংগ্রেস অনুশাসন কমিটি এবং দলের শীর্ষ নেতৃত্ব এ ব্যাপারে উপযুক্ত সিদ্ধান্ত গ্রহণ করবেন।

Comments are closed.