Gold missed by a whisker; Assam's Hima Das bags Silver in Jakarta Asian Games
অল্পের জন্য সোনা হাতছাড়া – অভিনন্দন লড়াকু হিমা দাস
থামবেন বলে তিনি ট্র্যাকে নামেননি। প্রতি পদে যেন সেটাই বুঝিয়ে দিচ্ছেন হিমা দাস, আসামের নগাঁও জেলার ঢিং গ্রামের এই গরিব ঘরের মেয়ে। গতকালের সাড়া জাগানো পারফরম্যান্সের পর আজ জাকার্তায় এশিয়ান গেমসের ৪০০ মিটার দৌড়ে অল্পের জন্য পিছিয়ে শেষমেশ রূপো পেলেন।
কিছুদিন আগেই ফিনল্যান্ডে আয়োজিত অনূর্ধ্ব ২০ বিশ্ব চ্যাম্পিয়নশিপে সোনা জিতে সারা বিশ্বে সাড়া ফেলে দিয়েছিলেন হিমা। এবার এশিয়ান গেমসে ফর্ম দেখিয়ে আসছিলেন। গতকাল হিট-এ ১৪ বছরের জাতীয় রেকর্ড ভেঙে আবার শিরোনামে উঠে এসেছিলেন হিমা দাস। আজ ফাইনাল রাউন্ডে আরো ভালো দৌড়েও সোনা অধরা রয়ে গেল। যদিও পুরো ভারতবর্ষ ওর কাছ থেকে একটা স্বর্ণপদক আশা করছিল। গতকালের নিজের গড়া জাতীয় রেকর্ড আজ ভেঙ্গে দিলেন হিমা। ব্যক্তিগত রেকর্ড অতিক্রম করেও ৪০০ মিটার দৌড়ে রূপোতে সন্তুষ্ট থাকতে হল। আজ সময় নিলেন ৫০.৭৯ সেকেন্ড।
গতকাল এশিয়ান গেমসের সপ্তম দিনে ৪০০ মিটার দৌড়ান ৫১ সেকেন্ডে। ১৪ বছরের পুরনো জাতীয় রেকর্ড ভেঙেছিলেন হিমা। জাকার্তায় এশিয়ান গেমসের সপ্তম দিনে ৪০০ মিটার দৌড়েছিলেন ৫১ সেকেন্ডে। এর আগে (২০০৪) মনজিত্ কউর চেন্নাইতে ৪০০ মিটার দৌড়তে সময় নিয়েছিলেন ৫১.০৫ সেকেন্ড। এদিন বাহরিনের সালওয়া নাসেরের সঙ্গে জুটি বেঁধে ৪০০ মিটারে নেমেছিলেন হিমা। সালওয়াকে ৪০০ মিটারের ইভেন্ট জয়ের ব্যাপারে ফেভারিট ধরা হচ্ছিল। কারণ, হিট-এ তিনি গেমসে নতুন রেকর্ড গড়ে জিতেছিলেন।
২০০ ও ৪০০ মিটার ইভেন্ট ছাড়াও ৪x৪০০ মিটার রিলে ও ৪x৪০০ মিটার মিক্স টিম রিলেতেও অংশ নেবেন হিমা দাস।
Comments are closed.