Also read in

Group of Bangladeshis enter as tourists and start doing business in Hailakandi

টুরিস্ট সেজে ভারতে এসে ফেরি ব্যাবসা, লালায় গ্রেফতার তিন বাংলাদেশী

হাইলাকান্দি জেলার লালা শহর থেকে তিন বাংলাদেশি ফেরিওয়ালাকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার লালার কলেজ রোডের এক বাড়ি থেকে নির্ভরযোগ্য সুত্রের খবরের ভিত্তিতে পুলিশ তাদের গ্রেফতার করে নিয়ে আসে।এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে শহর জুড়ে।

আটক বাংলাদেশি নাগরিকরা হল গোপালগঞ্জ জেলার কাশিয়ানি থানার বুলবারিয়া গ্রামের মহম্মদ হাফিজ মুল্লা,আয়ার আলি ও মহম্মদ বাবলু মুল্লা।তারা গত তিন চার মাস ধরে লালা শহরের কলেজ রোডের একটা বাড়িতে ঘড় ভাড়া নিয়ে বসবাস করছিল।সেই সাথে লালা অঞ্চলের গ্রামাঞ্চলে ব্ল্যাঙ্কেট,পেসারকুকার ইত্যাদি সামগ্রী নিয়ে ফেরি ব্যবসা করছিল।টুরিস্ট ভিজা নিয়ে ভারতে এসে তিন বাংলাদেশি নাগরিক অবৈধ ব্যবসা করছে বলে গোপন সূত্রের ভিত্তিতে পুলিশ খবর পেয়ে তাদের আটক করে।

এখবর পেয়ে রবিবার সন্ধ্যায় হাইলাকান্দির আরক্ষি অধিক্ষক মহনিষ মিশ্র, এডিশ্যনাল এস পি জগদীশ দাস লালা থানায় ছুটে এসে তিন আটক বাংলাদেশি নাগরিকদেরকে জিজ্ঞাসাবাদ করেন। তাদের কাছে আপত্তিজনক অন‍্য কিছুই পাওয়া যায় নি বলে পুলিশ সুত্রে জানা গেছে। পুলিশ সূত্রে বলা হয়েছে শনিবার রাতে লালার কলেজ রোডের একটি ভাড়াটে ঘরে অভিযান চালায় পুলিশ। তখন ওই ঘরে থাকা তিন বাংলাদেশির মধ্যে এক জন পালিয়ে যায়।দুজন কে তখন আটক করে নিয়ে আসে পুলিশ। এরপর রবিবার মোবাইল লোকেশন ট্রেক করে আয়নাখাল থেকে ওই দলের আরেক জনকে আটক করে পুলিশ।

আগরতলা হয়ে ভারতে প্রবেশ করে বাংলাদেশি ওই তিন নাগরিক। তাদের টুরিস্ট ভিজা রয়েছে।কিন্তু টুরিস্ট ভিজা নিয়ে ভারতে অবৈধ ভাবে ব্যবসা করার দায়ে তাদের গ্রেফতার করা হয় বলে জানান লালা থানার ওসি মণিরুল ইসলাম।ফরেনার্স এক্ট ভায়োলেন্স এর অভিযোগে মামালা রুজু করা হবে বলে জানান ওসি।

Comments are closed.