Also read in

Hailakandi Magazine: Deputy Speaker Kripanath showed magic at the inauguration of Hailakandi Magazine

মহাষষ্ঠীর মহাসন্ধ্যায় লালায় উন্মোচিত হল বাংলা নিউজ ম্যাগাজিন হাইলাকান্দি ‘র শারদ সংখ্যা।  এদিন সন্ধ্যায় লালা টাউন কমিটির সভাকক্ষে আয়োজিত  এক বর্নাঢ্য অনুষ্ঠানে উন্মোচিত হয় হাইলাকান্দি ম্যাগাজিন। ষষ্ঠীর দিনে লালায় বাংলা নিউজ ম্যাগাজিন  হাইলাকান্দির  উন্মোচন অনুষ্ঠানে এসে যাদু দেখালেন রাজ্য বিধানসভার   নবনির্বাচিত উপাধ্যক্ষ কৃপানাথ মালা ।রাজনিতির পাশাপাশি তিনি যে যাদু বিদ্যাতেও পারদর্শী এ কথা বুঝাতেই তার এই নতুন রূপের আবির্ভাব।

সোমবার সন্ধ্যায়  লালা টাউন কমিটির সভা কক্ষে হাইলাকান্দির ভারপ্রাপ্ত জেলাশাসক এফ আর লস্করের পৌরোহিত্যে অনুষ্ঠিত সভায় হাইলাকান্দি  নিউজ ম্যাগাজিনের আনুষ্ঠানিক উদ্ধোধনী  অনুষ্ঠানে অংশ নিয়ে কৃপানাথ মালাহ বলেন,  বহির্বরাকের তুলনায় এখানে খুব কম সংখ্যক ম্যাগাজিন বের হয়। যে সকল ম্যাগাজিন বাহির হয় তা সবাই পড়ে না।তাই সংবাদপত্রের পাশাপাশি নিউজ ম্যাগাজিন পড়ার প্রতি আহ্বান জানান কৃপানাথ মালা।তিনি এই বিষয়ে বলতে গিয়ে আরো জানান, সংবাদপত্রে সব বিষয়ে বিস্থারিত লেখা সম্ভব হয় না।কিন্তু নিউজ ম্যাগাজিনে তা বিস্তারিত ভাবে স্থান পায়।তাদের প্রতিভা বিকশিত করার মাধ্যম হল ম্যাগাজিন।হাইলাকান্দি নামের ম্যাগাজিনের আবরন উন্মোচন করে তিনি এটা সবাইকে পড়ার জন্য আহ্বান জানান।পাশাপাশি তিনি হাইলাকান্দিবাসিকে পূজার শুভেচ্ছা জ্ঞাপন করেন।সবাইকে শান্তি, সম্প্রতি বজায় রেখে শারদীয়া দুর্গোৎসব পালন এবং উপভোগ করার আহ্বান জানান।তিনি উপাধক্ষ্যের দায়িত্ব নিয়ে এই প্রথম লালায় আসেন।এদিন সভা শেষে দর্শকের অনুরোধে দুই একটা জাদু দেখিয়ে সবাইকে আনন্দ দান করেন।

দিনের অনুষ্ঠানে অন্যান্যদের  মধ্যে   অবসরপ্রাপ্ত শিক্ষা আধিকারিক জয়নাল উদ্দিন লস্কর, মুখ্যমন্ত্রীর উপদেষ্টা শেখর দে, বিজেপির জেলাসভাপতি সুব্রত নাথ,গোবিন্দ লাল চ্যাটার্জী,লালা টাউন কমিটির চেয়ারম্যান পুলক নাথ,পৃথ্বিশ দাশ,চৌধুরী চরন  গৌড় প্রমুখ বক্তব্য রাখেন । শুরুতে সভার উদ্দেশ্য ব্যাখা করেন অমিত রঞ্জন দাস,।গোটা অনুষ্ঠান সঞ্চালনা করেন নুরুল হোসেন মজুমদার।উদ্বোধনী সংগীত পরিবেশন করেন নচিকেতা নাথ।উপস্থিত ছিলেন এপিসিসির সম্পাদক দিলোয়ার হুসেন বড়ভুইয়া,কে এম এসের সম্পাদক জহির উদ্দিন লস্কর, বিজেপি নেতা চিন্ময় নাথ মজুমদার,নজমুল তাপদার,কবির মজুমদার,সহ বিশিষ্টজনেরা।উল্লেখ্য,  বাংলা নিউজ ম্যাগাজিন”হাইলাকান্দি” বিগত তেইশ বছর ধরে নিয়মিত প্রকাশিত হয়ে আসছে। সেই ধারাবাহিকতা বজায় রাখতে এবারও রকমারি ফিচার এবং গল্প-কবিতার সম্ভার নিয়ে পুজোসংখ্যা বর্ধিত কলেবরে প্রকাশিত হয়েছে।

Comments are closed.