Hailakandi preparing for chief minister's visit
মুখ্যমন্ত্রীর সফর ঘিরে কাটলিছড়ায় তৈরি হচ্ছে বিশাল মঞ্চ, প্রশাসনিক তৎপরতা তুঙ্গে
পঞ্চায়েত নির্বাচনের প্রচারে মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়ালের আগমন ঘিরে রীতিমতো সাজিয়ে তোলা হচ্ছে গোটা কাটলিছড়াকে। গেরুয়া দলের নেতা কর্মীদের পাশাপাশি প্রশাসনিক পর্যায়েও শুরু হয়েছে জোর তৎপরতা।। কাটলিছড়া চালমার্স উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে গড়ে তোলা হচ্ছে বিশাল মঞ্চ। ইতিমধ্যে শুরু হয়ে গেছে নির্মান কাজ।। মঞ্চ নির্মানের দায়িত্ব দেওয়া হয়েছে শিলচরের একটি প্রতিষ্ঠানকে।।
অন্যদিকে মুখ্যমন্ত্রীর হেলিকপ্টার অবতরণের জন্য কাটলিছড়া বাগান মাঠে তৈরি হচ্ছে হেলিপ্যাড। ইতিমধ্যে দু’টি স্থানকে নিরাপত্তার চাদরে মোড়ে নেওয়া হয়েছে।। মুখ্যমন্ত্রীর এই সফর ঘিরে একদিকে প্রশাসনের ব্যাস্ততার শেষ নেই ঠিক তেমনি হাইলাকান্দির বিজেপি নেতারাও ব্যস্ত হয়ে পড়েছেন।পাঁচ ডিসেম্বর মুখ্যমন্ত্রী সোনোয়াল কাটলিছড়ায় নির্বাচনী প্রচারে অংশ নিয়ে বিজেপি প্রার্থীর পালে হাওয়া তুলবেন। কাটলিছড়ার বিজেপি নেতাদের বিশ্বাস, মুখ্যমন্ত্রীর এই সফরের পর তাদের দলীয় প্রার্থীদের পালে হাওয়া আরও জোরদার হবে।।
উল্লেখ্য, আগামী পাঁচ ডিচেম্বর পঞ্চায়েত নির্বাচনের প্রচারে মুখ্যমন্ত্রী কাটলিছড়া আসছেন । সেদিন তিনি হেলিকপ্টারে করে কাটলিছড়াতে এসে এখানকার চালমার্স স্কুলের মাঠে এক জনসভায় বক্তব্য রাখবেন । সকাল এগারোটায় মুখ্যমন্ত্রীর সভা আয়োজিত হবে বলে বিজেপি সূত্রে জানা গেছে । কাটলিছড়া বাগান মাঠে মুখ্যমন্ত্রীর হেলিকপ্টার অবতরণ করবে ।তারপর সেখান থেকে সড়কপথে তিনি অনুষ্ঠানস্থলে আসবেন ।
এদিকে মুখ্যমন্ত্রীর সফরের প্রস্তুতি খতিয়ে দেখতে রবিবার মুখ্যমন্ত্রীর ও এস ডি (বরাক উপত্যকা ) শেখর দেব কাটলিছড়া ছুটে আসেন। তিনি মুখ্যমন্ত্রীর হেলিকপ্টার অবতরণের স্থান সহ সভার স্থান পরিদর্শন করে এ ব্যাপারে বিস্তারিতভাবে অবগত হন। ও এস ডি দেব এনিয়ে জেলা প্রশাসনের কর্তাদের সঙ্গেও আলোচনা করেন । ও এস ডি দেব সভাস্থলের মঞ্চ নির্মাণ এবং রাস্তার মেরামতির ব্যাপারে পূর্ত দফতরের বাস্তুকার মোহিত দেবের সাথেও কথা বলেন ।
অন্যদিকে হাইলাকান্দির জেলাশাসক আদিল খান, পুলিশ সুপার মহনিশ মিশ্র,অতিরিক্ত জেলা শাসক অমলেন্দু রায় সহ প্রশাসনের এক প্রতিনিধিদলও রবিবার কাটলিছড়া পরিদর্শন করেন।
Comments are closed.