Also read in

"Have won all my life on Hindu votes have joined BJP to give it back to Hindus" Gautam Roy

“কাটিগড়া থেকে বিজেপির প্রার্থী হচ্ছি”, দাবি গৌতম রায়ের; “এমন কোনও খবর নেই” : কৌশিক রাই

“আগামী বছর বিধানসভা নির্বাচনে কাটিগড়া থেকে বিজেপির প্রার্থী হচ্ছি, দলের এক বড় নেতা আমাকে আশ্বাস দিয়েছেন।” এমনটাই দাবি প্রাক্তন মন্ত্রী তথা সম্প্রতি বিজেপিতে যোগ দেওয়া প্রাক্তন বরিষ্ঠ কংগ্রেস নেতা গৌতম রায়ের। তিনি বলেন, “জীবনের শেষ নির্বাচন লড়বো এবার, সারা জীবন হিন্দুদের ভোটে জয়ী হয়েছি। এবার হিন্দুদের পাওনা ফিরিয়ে দিতে বিজেপির প্রার্থী হচ্ছি। দলের এক প্রভাবশালী নেতা আশ্বাস দিয়েছেন, কাটিগড়া থেকে আমাকে প্রার্থী করা হবে। আগামীকাল থেকেই ভোটের প্রচারে নামছি।”

কংগ্রেস দল থেকে ছয় বারের বিধায়ক হয়েছেন গৌতম রায়, চারবার মন্ত্রী হয়েছেন তিনি। ২০১৬ সালে নিজস্ব গড় কাটলিছড়ায় ইউডিএফ প্রার্থীর কাছে হেরে যান। পরবর্তীতে কংগ্রেস নেতাদের বিজেপি যোগ দেওয়ার হিড়িকে নাম লেখান। ‘জয় শ্রীরাম’ ধ্বনি দিয়ে ক্ষমতায় থাকা বিজেপিতে যোগ দেন একসময় বরাক উপত্যকার অন্যতম দাপুটে এই নেতাটি। এব্যাপারে তিনি বলেন, “বিজেপি আমাকে আশ্বাস দিয়েছিল আমার পছন্দ মত সমষ্টি থেকে নির্বাচনে টিকিট দেবে। একশ শতাংশ আশ্বাস পেয়েই দল পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছিলাম। তবে এর পিছনে অন্য কারন ও ছিল। সারাজীবন নির্বাচনে হিন্দুদের থেকেই বেশি ভোট পেয়েছি। বিজেপি হিন্দুদের দল, তাই এই দলে আসতে কোনও দ্বিধা ছিল না। যখন কংগ্রেসের মন্ত্রী ছিলাম, সে সময় শ্যামাপ্রসাদ মুখার্জির মূর্তি স্থাপন করেছি। সারাজীবন হিন্দুদের প্রতি আমার দায়বদ্ধতা ছিল। এবার জীবনের শেষ নির্বাচনে বিজেপির প্রার্থী হয়ে হিন্দুদের সেবায় নিজেকে নিয়োজিত করতে চাই।”

মঙ্গলবার থেকে কাটিগড়া বিধানসভা নির্বাচনের প্রার্থী হিসেবে প্রচারে নামছেন। সেখানে বিজেপির বিধায়ক হলেন অমর চাঁদ জৈন। তার সঙ্গে প্রার্থিত্ব নিয়ে মনোমালিন্য রয়েছে কিনা, এর উত্তরে তিনি বলেন, “দলের পক্ষ থেকে নির্বাচনের প্রার্থী কে হবেন সেটা উচ্চ স্তরের নেতারা ঠিক করেন। তাদের সঙ্গে আমার কথা হয়েছে এবং তারা আশ্বাস দিয়েছেন আমাকে প্রার্থী করা হচ্ছে। অমর চাঁদ জৈন দলের একান্ত অনুগত একজন কর্মী, তাই দলের সিদ্ধান্তে তার অসুবিধা হবে না।”

কয়লা কেলেঙ্কারি নিয়ে তিনি বলেন, “কয়লা নিয়ে যতটা অভিযোগ উঠেছে, ততটা সত্য নয়। আমি দীর্ঘদিন মন্ত্রী ছিলাম এবং কাটিগড়া আমার খুব কাছের এলাকা ছিল। আমার চোখে কোনও কেলেঙ্কারি ধরা পড়েনি।”

করোনা ভাইরাসের প্রভাব এখনো কমে আসেনি, তাই কোন দল এখনও সরাসরি নির্বাচনের প্রচার শুরু করেনি। হঠাৎ করে প্রার্থিত্ব নিয়ে গৌতম রায়ের দাবি ওঠায় অনেকের মনে প্রশ্ন জেগেছে। এ ব্যাপারে বিজেপির কাছাড় জেলা সভাপতি কৌশিক রাইকে প্রশ্ন করলে তিনি বলেন, “এই মুহূর্তে প্রার্থিত্ব নিয়ে দলের ভেতর কোনো আলোচনা হয়নি। গৌতম রায় যেটা দাবি করেছেন বলে শোনা গেছে আমরা এব্যাপারে কিছুই জানিনা। সময় এলে দলের দায়িত্বপ্রাপ্ত নেতারা আমাদের জানাবেন এবং আমরা কাজে নেমে পড়বো। এর আগে এধরনের কোনো কথায় কান দিতে চাইনা।”

Comments are closed.

error: Content is protected !!