Heavy vehicles to ply in Silchar town between 1 am to 4, DC assures women representatives
মূল দাবি ট্রিপার এবং বড় বড় লরি গুলোকে কেবলমাত্র রাত ১টা থেকে ভোর চারটা পর্যন্ত শহরে ঢুকতে অনুমতি দেওয়ার ব্যাপারটা জেলা প্রশাসনের তরফ থেকে মেনে নিলেন জেলা উপায়ুক্ত লয়া মাদ্দুরি । গণমাধ্যমের প্রতিনিধিদের সাথে বৈঠক শেষে আজ দুপুর ১টা নাগাদ মহিলা প্রতিনিধিদের সঙ্গে প্রায় দুই ঘণ্টাব্যাপী ম্যারাথন বৈঠকে বসেন জেলা উপায়ুক্ত । বৈঠকে মাদ্দুরি বলেন, “প্রশাসন আপনাদের সাথে রয়েছে, আমরা স্বীকার করছি শহরের যানবাহন নিয়ন্ত্রণ একটা বিরাট বড় ধরনের সমস্যা। এই সমস্যার সমাধান করতে বেশ কিছু কড়া পদক্ষেপ নিতে হবে। যার ফলে অনেকে রুটি-রুজি হারাতে পারেন, কিন্তু জনগণের জীবন রক্ষার্থে আমাদের এই পদক্ষেপ নিতে হবে । যানবাহন নিয়ন্ত্রণের নতুন পদক্ষেপে জনগণের কিছু অসুবিধা হবে, তবে আমাদের সাথে একটু সহযোগিতা করতে হবে। আমরা সম্মিলিত প্রয়াসেই এই সমস্যার সমাধান করতে সক্ষম হব। আমি জনগণের কথা শুনতে চাই, কিছু চাপিয়ে দিতে চাই না।” ট্রাফিক সমস্যা সমাধানে শহরের ডাক বাংলো রোডে একটি মাল্টিস্টোরিড পার্কিং বিল্ডিং তৈরি করার ব্যাপারে সরকারের কাছে সুপারিশ করার কথা বলেন তিনি। ভারী যানবাহন চালকদের অ্যালকোহল টেস্ট বাধ্যতামূলক করা হবে, ড্রাইভিং লাইসেন্স ও নিয়মিত পরীক্ষা করা হবে।
ট্রিপার চালককে গ্রেফতার করার প্রসঙ্গে তিনি বলেন, ” আমি ভগবান নই, তাই ১২ ঘন্টা বা ২৪ ঘন্টা সময় সীমা বলে দিতে পারব না, তবে সংশ্লিষ্ট দোষী ব্যক্তিকে আইনের আওতায় আনার ব্যাপারে নিশ্চয়তা প্রদান করছি।”
শহরে অস্বাভাবিক ভাবে যানবাহনের সংখ্যা বৃদ্ধির প্রসঙ্গে তিনি বলেন, নতুন করে ই-রিক্সা অর্থাৎ টুকটুককে যাতে আর লাইসেন্স প্রদান না করা হয় সে ব্যাপারে পরিবহন বিভাগের সঙ্গে আলাপ করবেন তিনি। এই সমস্ত বিষয় নিয়ে সমন্বয় সাধনের জন্য আগামীকাল বিভিন্ন বিভাগের সঙ্গে জেলা প্রশাসনের বৈঠক অনুষ্ঠিত হবে।
প্রয়াত মলিন শর্মার পরিবারকে ক্ষতিপূরণ প্রদান প্রসঙ্গে উপায়ুক্ত জানান, খুব শিগগিরই দুই লাখ টাকা দেওয়া হবে ডিজাস্টার ম্যানেজমেন্ট ফান্ড থেকে। পাঁচ লাখ টাকা জার্নালিস্ট ওয়েলফেয়ার ফান্ড থেকে দেওয়ার প্রক্রিয়া করা হবে। সুকন্যা সমৃদ্ধি যোজনার অধীনে মলিন শর্মার কন্যা সন্তানকে সুবিধা পাইয়ে দেওয়ার ব্যবস্থা করার কথা বলেন তিনি। কেন্দ্রীয় বিদ্যালয়ে নিখরচায় পড়াশোনার ব্যাপারেও উদ্যোগ নেওয়া হবে বলে জানান মাদ্দুরি।
জেলা উপায়ুক্তের কনফারেন্স হলে এই সফল বৈঠক অনুষ্ঠিত হয়।
Comments are closed.