Also read in

High Handedness of watch post in-charge- Police lathicharge in popular Boat worship festival of Nivia. Agitated crowd burn the Watch post.

করিমগঞ্জ জেলার রাতাবাড়ি থানা এলাকার নিভিয়ার মাগুরাঘাটে চলছিল জমজমাট নৌকাপূজা সাথে মেলা, সামিল ছিলেন হাজারো হাজার ভক্ত। রাত দশটা নাগাদ ঘটলো ছন্দপতন। ওয়াচ পোষ্টের ইনচার্জের হঠকারিতায় চলল লাঠি,গুলি; ফলশ্রুতিতে উত্তেজিত জনতা জ্বালিয়ে দিলো ওয়াচ পোস্ট। এখনো বিরাজ করছে টানটান উত্তেজনা গোটা এলাকা জুড়ে।

গতকাল শুক্রবার রাত প্রায় সাড়ে দশটা, ওয়াচ পোস্ট থেকে কয়েকশ মিটার দূরে নৌকা পূজা এবং মেলা চলছিল, মেলায় তখন হাজির ছিল হাজারখানেক জনতা। হঠাৎ ওয়াচ পোষ্টের ইনচার্জ নিখিল নাথ সহকর্মীদের নিয়ে মেলায় উপস্থিত হন। স্থানীয় জনতার অভিযোগ, নাথ দোকানীদের কাছ থেকে অবৈধভাবে টাকা আদায়ের চেষ্টা করলে উপস্থিত জনগণ আপত্তি জানান। এ নিয়ে শুরু হয় বাধা-বিপত্তি-উত্তেজনা। উত্তেজিত জনতাকে সামাল দিতে পুলিশ লাঠিচার্জ করে, পরে গুলিও চালানো হয় বলে অভিযোগ। এতে কয়েকজন আহত হওয়ার ও খবর পাওয়া গেছে।

অবস্থা বেগতিক দেখে ওয়াচ পোষ্টের ইনচার্জ সঙ্গী সাথীদের নিয়ে সরে পড়েন। তখন উত্তেজিত প্রায় হাজার খানেক জনতা ওয়াচ পোষ্টে আগুন ধরিয়ে দেন, ওই পোস্টের কয়েকটি ভবন ভস্মীভূত হয়ে যায়। এখনো উত্তেজনা বিরাজ করছে।

এখানে উল্লেখ্য ইনচার্জ নিখিল নাথের বিরুদ্ধে অভিযোগ অনেক দিনের। এর আগেও একবার জনতাকে অকারণে মারধর করায় ক্লোজ করা হয়েছিল তাকে। আবার একই স্থানে নিয়োগ করার ঘটনাটা জনগণ সন্দেহের চোখে দেখছেন এবং তাকে যথোপযুক্ত শাস্তি দেওয়ার দাবি জানিয়েছেন।

Comments are closed.