
Himanta Biswa Sarma to visit Barak Valley for a two-day trip
দুইদিনের বরাক সফরে আগামীকাল আসছেন হিমন্ত, শনিবার উদ্বোধন মেডিক্যালের আইসিইউ ওয়ার্ডের
দুইদিনের বরাক উপত্যকার সফরে আগামীকাল আসছেন স্বাস্থ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। সফরের সবথেকে গুরুত্বপূর্ণ কাজটি হচ্ছে শিলচর মেডিক্যাল কলেজ হাসপাতালে ৪০ শয্যার আইসিইউ ওয়ার্ড উদ্বোধন করা। আইসিইউ ওয়ার্ড গড়ে তুলতে পিএম কেয়ার থেকে ৪০টি ভেন্টিলেটর পাঠানো হয়েছিল। এগুলো ইনস্টলেশনের কাজ শেষ হয়েছে। স্বাস্থ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা উদ্বোধন করার পর সাধারণ রোগীদের জন্য পুরো ওয়ার্ড খুলে দেওয়া হবে।
স্বাস্থ্য মন্ত্রীর কার্যালয়ের পক্ষ থেকে তার বরাক সফরের একটি সূচি জারি করা হয়েছে। শুক্রবার দুপুর ১টা ২০ মিনিটে গুয়াহাটি থেকে রওয়ানা ২টায় কুম্ভিরগ্রাম বিমানবন্দরে পৌঁছবেন। সেখান থেকে সোজা চলে যাবেন করিমগঞ্জের রামকৃষ্ণনগরে। বিকেল সাড়ে চারটায় সেখানে একটি অডিটোরিয়াম নির্মাণের শিলান্যাস সহ আরও কিছু অনুষ্ঠান রয়েছে। এরপর পাথারকান্দিতে বিভিন্ন প্রকল্প এবং কাজের খতিয়ান দেখে শিলচর ফিরবেন। সার্কিট হাউসে রাত কাটাবেন, তবে রাতে কারও সঙ্গে দেখা করবেন না বলে স্পষ্ট জানিয়ে দেয়া হয়েছে।
শনিবার সকালে বিভিন্ন স্থানীয় সংগঠনের সাধারণ মানুষ এবং প্রতিনিধিদের সঙ্গে দেখা করবেন, কোভিড পরিস্থিতি নিয়ে তাদের সঙ্গে আলোচনা করবেন এবং প্রয়োজনীয় পরামর্শ গ্রহণ করবেন স্বাস্থ্যমন্ত্রী। সকালে শিলচর মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রথমে একটি বিশেষ বৈঠকে যোগ দেওয়ারও কথা রয়েছে। সকাল ১১ টায় হাসপাতালে ৪০ শয্যার আইসিইউ ওয়ার্ড উদ্বোধন করবেন তিনি। এরপর দুপুরে গুয়াহাটি ফিরে যাবেন।
হাসপাতালের অধ্যক্ষ ডাঃ বাবুল বেজবরুয়া জানিয়েছেন, করোনা পরিস্থিতিতে হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডের পরিষেবা বন্ধ রয়েছে, সেখানে আক্রান্ত ব্যক্তিদের রাখা হয়েছে। হাসপাতালের আইসিইউগুলো রোগীদের সেবায় লাগানো হয়েছে। এখন প্রায় ১৫টি আই সি ইউ রয়েছে। তবে পরিস্থিতি ধীরে ধীরে নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে, ক্রমশ বাড়ছে আক্রান্ত ব্যক্তির মৃত্যুর সংখ্যা। তার সঙ্গে পাল্লা দিয়ে হাসপাতালে পরিকাঠামোগত উন্নতির দিকে একের পর এক পদক্ষেপ গ্রহণ করছে সরকার। রাজ্য সরকার এবং কেন্দ্র সরকারের যৌথ সহায়তায় হাসপাতালে সম্পূর্ণ একটি আইসিইউ ওয়ার্ড বানানো হয়েছে।স্বাস্থ্যমন্ত্রী নিজে এসে এটি উদ্বোধন করবেন বলে জানিয়েছেন। এর ফলে হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডকে করোনা মুক্ত করে সাধারণ মানুষের জন্য খুলে দেওয়া যেতে পারে। তবে এটা পরিস্থিতির উপর নির্ভর করবে। যদি একসঙ্গে অনেক বেশি মানুষ আবার আক্রান্ত হয়ে পড়েন তবে উন্নয়নের চিকিৎসার পরিষেবা আগের মতই থাকবে এবং প্রয়োজনে করোনা ওয়ার্ড আরও বৃদ্ধি করা হবে।
হাসপাতালের মেডিসিন ওয়ার্ডের উপরে আর একটি ফ্লোর বানানো হয়েছে যেখানে আইসিসি ওয়ার্ড ছাড়াও থাকবে বিশেষ কিছু পরিষেবা। যেসব রোগীরা করোনা ভাইরাস থেকে মুক্ত হয়েছেন কিন্তু তাদের শারীরিক অবস্থা এমন যে তাদের এখনই ছাড়া যাবে না, এসব রোগীদের বিশেষ পরিষেবা দিয়ে সেখানে রাখা হবে।
স্বাস্থ্যমন্ত্রীর সফরের আগে গত সপ্তাহে রাজ্য সরকারের প্রতিনিধি হিসেবে বনমন্ত্রী পরিমল শুক্লবৈদ্য আইসিইউ ওয়ার্ড পরিদর্শন করেছেন।
Comments are closed.