Also read in

Hindu-Padayatra: The streets of the city in Gerua festive mood.

হিন্দু সংহতি সহ অন্যান্য হিন্দু ভাবাবেগ সম্পন্ন তরুণ সংগঠনের উদ্যোগে আয়োজিত বিরাট পদযাত্রায় মঙ্গলবার সন্ধ্যায় গেরুয়া ঝড়ে কাঁপলো শহরের রাজপথ। কয়েক হাজার তরুণ মাথায় গেরুয়া কাপড় বেঁধে, হাতে গেরুয়া ধ্বজ নিয়ে, ‘জয় শ্রী রাম’ ধ্বণি দিতে দিতে পদযাত্রায় অংশ নেয়। শহরের প্রায় প্রত্যেকটি হিন্দু যুব সংগঠন এতে যোগ দেয়। পদযাত্রায় অংশ নেওয়া অনেক যুবক এদিন অযোধ্যায় রাম মন্দির নির্মাণের দাবিতেও স্লোগান দিতে থাকে।

এদিন সন্ধ্যায় নরসিংটোলা ময়দান থেকে পদযাত্রাটি শুরু হয়। নরেন্দ্র মোদীর নেতৃত্বে কেন্দ্রে বিজেপির বিজয়কে সামনে রেখেই পদযাত্রাটি আয়োজন করা হয়। কয়েক হাজার যুবক স্লোগান, নৃত্য ইত্যাদির মাধ্যমে নিজেদের উল্লাস ব্যক্ত করেন। সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে আয়োজকরা বলেন, এত বছর পরে দেশে একচ্ছত্র হিন্দু রাজত্ব ফিরে এসেছে, তাই প্রত্যেক হিন্দু ভাবাবেগ সম্পন্ন যুবক এবং সংগঠন এই যাত্রায় যোগ দিয়েছে। আমরা নরেন্দ্র মোদীর নেতৃত্বে বিজেপির বিশাল জয়কে সামনে রেখে পদযাত্রাটি আয়োজন করেছি। এর মাধ্যমে কেন্দ্র সরকারকে আমরা রাম মন্দির নির্মাণের দাবির কথা জানাতে চাইছি। এবার দেশে হিন্দু রাজত্ব কায়েম হয়েছে, আমরা ভবিষ্যতে এই রাজত্ব আর হারিয়ে যেতে দেবনা। এবার আমরা সর্বশক্তি নিয়ে মোদিজীর পাশে দাঁড়াবো। ভবিষ্যতেও যে কোন নির্বাচনে হিন্দুরাই জয়ী হবে এবং এর পেছনে থাকবে দেশের যুব সমাজ। আমরা যুব সমাজকে এই বার্তাই দিতে চাইছি। অযোধ্যায় রাম মন্দির নির্মাণ প্রত্যেক হিন্দুর স্বপ্ন। আমরা জানি কিভাবে অতীতে বিধর্মী শাসকরা রামলালার মন্দির ভেঙে গুঁড়িয়ে দিয়েছিল। এত বছর ধরে আমরা স্বপ্ন দেখে এসেছি মন্দিরটি আবার তৈরি হবে। এবার সারাদেশ মোদিজীর নেতৃত্বে গেরুয়াময় হয়ে গিয়েছে, তাই এবার আমাদের স্বপ্ন পূরণ হবেই।

এদিন বিরাট পদযাত্রাটি শহরের বিভিন্ন রাস্তা হয়ে ন্যাশনাল হাইওয়ে পয়েন্টে চিত্তরঞ্জন মূর্তির সামনে গিয়ে শেষ হয় ।

Comments are closed.

error: Content is protected !!