Also read in

Hiralal Sarma memorial football tournament kickstarts in Silchar; first sporting event after lockdown

শুরু হল হীরালাল শর্মা স্মৃতি ফুটবল

৮ নভেম্বর: করোনার জেরে এবার শিলচর ডি এস এল ফুটবল মরশুম বাতিল হয়ে গেছে। মহামারি ভাইরাসের আতঙ্কে এবার গৃহবন্দি অবস্থাতেই থাকতে হয়েছে স্থানীয় ফুটবলারদের। তাই হীরালাল শর্মা স্মৃতি সেভেন এ সাইড প্রাইজমানি ফুটবলকে ঘিরে দারুন একটা উৎসাহ তৈরি হয়েছিল। আজ এরই একটা ইতিবাচক প্রভাব দেখা গেল টাউন ক্লাব মাঠে। দীর্ঘ দিন বাদে কোন ফুটবল প্রতিযোগিতা দেখতে পেরে দারুণ খুশি ছিলেন স্থানীয় ফুটবলপ্রেমীরা। উল্লেখ্য, করোনাকালে এটাই শিলচরের প্রথম ফুটবল টুর্নামেন্ট।

রবিবাসরীয় সকালে দুদিন ব্যাপী এই টুর্নামেন্টের উদ্বোধন করেন শিলচরের বিধায়ক দিলীপ পাল। এরপর প্রতিযোগিতা চলাকালীন এসে খোঁজখবর নেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী গৌতম রায়ও। খেলোয়াড়দের সঙ্গে ফটোশুটে অংশ নেন তিনি।

টুর্নামেন্টের প্রথম দিন মোট আটটি ম্যাচ অনুষ্ঠিত হয়। এতে জয়লাভ করে টি টি ক্লাব, টাউন ক্লাব, ভেটেরন এফসি, অভিনব ক্লাব, কালাইন স্পোর্টিং, অরুণাচল এস এস, রংমাই নাগা ইয়ুথ ক্লাব এবং শিলচর স্পোর্টিং ক্লাব। কাল টুর্নামেন্টের দুটি সেমিফাইনাল ও ফাইনাল ছাড়া খেলা হবে তৃতীয় স্থানের জন্য প্লে-অফ ম্যাচও।

টুর্নামেন্টের প্রথম দিন সবচেয়ে বড় জয় পায় রংমাই নাগা ইয়ুথ ক্লাবের এ দল। তারা ৭-০ গোলে উড়িয়ে দেয় ইভেনিং ক্লাবকে। এছাড়া বড় জয় পেয়েছে টাউন ক্লাবও। তারা ৫-০ গোলে হারায় ইয়ুথ ক্লাব কে। অরুণাচল এস এস ৪-২ গোলে হারিয়েছে শিলচর ফুটবল এসিকে।

এদিন টুর্নামেন্টের আয়োজক শর্মা পরিবারের পক্ষ থেকে ১৯৭৪ সালে সিনিয়র আন্তঃজেলা ফুটবলে চ্যাম্পিয়ন শিলচর দলের মোট ১২জন সদস্যকে সংবর্ধনা দেওয়া হয়। এছাড়াও তিনজন প্রাক্তন খেলোয়াড়কেও সম্মান জানানো হয়। টুর্নামেন্টের উদ্বোধন করে বিধায়ক দিলীপ পাল আয়োজক চন্দন শর্মার উচ্ছ্বসিত প্রশংসা করেন। তিনি বলেন, ‘করোনা কালেও চন্দনের এই উদ্যোগটি প্রশংসনীয়। আমি নিশ্চিত খেলোয়াড়রাও এই টুর্নামেন্ট খেলে আনন্দিত হবেন।’ শর্মা পরিবারের পক্ষ থেকে শিলচর ডি এস এর প্রাক্তন এজিএস চন্দন বলেন, ‘করোনাকালেও যে এতো ভালো সাড়া পাবো এমনটা আশা করিনি। আজ ১৬টি ছাড়াও আরো দু তিনটে দল মাঠে এসে অপেক্ষা করছিল। খারাপ লাগছে তাদের সুযোগ করে দিতে পারিনি। আসলে আমরা যে ফরমেট তৈরি করেছি তাতে ১৬ টি দলের বেশি রাখা সম্ভব নয়।’ চন্দন বাবু বিশেষ ধন্যবাদ জানান টাউন ক্লাব কেও। তার কথায়, টাউন ক্লাবের সমর্থন ছাড়া এই টুর্নামেন্ট আয়োজন করা কঠিন ছিল।

সব মিলিয়ে হীরালাল শর্মা স্মৃতি ফুটবলের প্রথম দিনটা ছিল বেশ জমজমাট।

Comments are closed.