Housing scheme Beneficiary beaten up. The case was filed against the District Council CEO
হাইলাকান্দি জেলা পরিষদের মুখ্য কার্যনির্বাহী আধিকারিকের বিরুদ্ধে প্রধানমন্ত্রী আবাস যোজনার এক হিতাধিকারীকে মারধরের অভিযোগে থানায় মামলা করলেন সুবিধাপ্রাপকের স্ত্রী।। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে রবিবার বিকেলে হাইলাকান্দি জেলার কাটলিছড়ায়।। মহিলার অভিযোগের ভিত্তিতে কাটলিছড়া পুলিশ মামলা নথিভুক্ত করে তদন্ত শুরু করেছে।৷ কাটলিছড়া বাগান এলাকার বাসিন্দা, নিগৃহীত হিতাধিকারী সদানন্দ ঘাটোয়ারের স্ত্রী সারথী ঘাটোয়ার তার স্বামীকে মারধরের অভিযোগ এনে কাটলিছড়া জেলা থানায় জেলা পরিষদের মুখ্য কার্যনির্বাহী আধিকারিক, সহ তার দেহরক্ষীদের অভিয়ুক্ত করে কাটলিছড়া থানায় মামলা দায়ের করেছেন।
যদিও জেলা পরিষদের কার্যনির্বাহী আধিকারিক শান্তি কুমার সিংহ উথাপিত অভিযোগ অস্বীকার করে বলেছেন তিনি ওই হিতাধিকারীকে স্পর্শও করেন নি।।
এদিকে সারথী ঘাটোয়ারের এজাহারের ভিত্তিতে কাটলিছড়া পুলিশ মামলা নথিভুক্ত করে তদন্ত শুরু করেছে। কাটলিছড়া থানার ওসি নিতাই চান্দ সিংহ জানান, সারথী ঘাটোয়ারের এজাহারের ভিত্তিতে মামলা নথিভুক্ত করে সদানন্দ ঘাটোয়ারকে মেডিকেল পরীক্ষা করানো হয়েছে। তদন্ত চলছে। সারথী ঘাটোয়ারের অভিযোগ, তার স্বামী সদানন্দ ঘাটোয়ারের নামে প্রধানমন্ত্রী আবাস যোজনার অধীনে একটি আবাস মঞ্জুর হয়। রবিবার বিকেলে হাইলাকান্দি জেলা পরিষদের মুখ্য কার্যনির্বাহী আধিকারিক শান্তি কুমার সিংহের নেতৃত্বে একটি দল তাদের বাড়িতে আসে এবং কেন এখন অবধি ঘর তৈরী হল না -এ প্রশ্ন তুলে তাঁকে আক্রমণ করে এবং বেধড়ক মারধর করে। এতে সদানন্দ ঘাটোয়ার অসুস্থ হয়ে পড়েছেন। তিনি এব্যাপারে তদন্তক্রমে দোষীদের বিরুদ্ধে বিহিত পদক্ষেপ গ্রহনের দাবি জানিয়েছেন। এদিকে সারথী ঘাটোয়ারের অভিযোগ সম্পর্কে জেলা পরিষদের সিইও শান্তি কুমার সিংহের মতামত জানতে চাইলে তিনি অভিযোগ খন্ডন করে বলেন, সদানন্দ ঘাটোয়ার কে তিনি স্পর্শই করেন নি। বলেন, প্রধানমন্ত্রী আবাস যোজনার কাজ দ্রুত শেষ করতে তাকে শুধুই সতর্ক করে দেওয়া হয়েছিল।
Comments are closed.