Also read in

HSLC and High Madrasa Exam starts tomorrow

আগামীকাল ১০ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে অসম মাধ্যমিক শিক্ষা পর্ষদ (সেবা) পরিচালিত ২০২০ শিক্ষাবর্ষের মাধ্যমিক ও হাইমাদ্রাসা শিক্ষান্ত পরীক্ষা, চলবে ২৯ ফেব্রুয়ারি পর্যন্ত। আগামীকাল ইংরেজি বিষয় দিয়ে শুরু হচ্ছে এবারের পরীক্ষা।

রাজ্যের মোট ৩,৫৮,৪৫৩ জন পরীক্ষাৰ্থী ৮৬০টি কেন্দ্ৰে পরীক্ষায় বসবে। কাছাড় জেলায় ২০,৪৫০ জন পরীক্ষার্থী বসছে ভ্যানু ও সাবভ্যানু মিলিয়ে ৩৯ টি কেন্দ্রে। হাই মাদ্রাসায় এই জেলায় পরীক্ষার্থীর সংখ্যা ২৩১।

সুষ্ঠু ও নির্বিঘ্নে পরীক্ষা পর্ব সম্পন্ন করতে যাবতীয় প্রস্তুতি ইতিমধ্যে সম্পন্ন করেছে শিক্ষা দফতর এবং সংশ্লিষ্ট জেলা প্রশাসন। এবার মাধ্যমিকে কিছু কড়া নিয়মাবলি সংযোজন করছে সেবা, এর মধ্যে রয়েছে নকলের বিষয়। পরীক্ষার সময় নকল করা বা মোবাইল ব্যবহার করা হচ্ছে ধরা পড়লে ৩ বছরের জন্য বহিষ্কৃত করা হবে সংশ্লিষ্ট ছাত্র বা ছাত্রীকে। কেবল পরীক্ষার্থীই নয়, কোনও পরীক্ষা কেন্দ্ৰ যদি বেঁধে দেওয়া বিধি না মেনে খামখেয়ালিপনা করছে বলে ধরা পড়ে, তা হলে সেই কেন্দ্রের বৈধতাও বাতিল করা হবে। এবারই প্ৰথম পরীক্ষার হলে পরীক্ষাৰ্থীদের সামনে দুই পরীক্ষার্থীকে সাক্ষী রেখে এবং তাদের কাছ থেকে সার্টিফিকেট নিয়ে ইনভিজিলেটরকে প্রশ্নপত্রের প্যাকেট খুলতে হবে। তাছাড়া এবার ৮৬০টি পরীক্ষা কেন্দ্ৰে সেবা সংলগ্ন করবে ইন্টারনেট জ্যামার। তাছাড়া, প্ৰত্যক সেন্টারে সিসিটিভি ক্যামেরা সংস্থাপনও বাধ্যতামূলক করা হয়েছে বলে জানা গেছে।

Comments are closed.