HSLC and High Madrassa exam likely to be deferred till march 2021
সেবা পরিচালিত মাধ্যমিক এবং হাই মাদ্রাসা পরীক্ষা সাধারণত ফেব্রুয়ারি মাসে হয়ে থাকে। কিন্তু ২০২১ সনের স্কুল ফাইনাল অর্থাৎ মাধ্যমিক এবং হাই মাদ্রাসা পরীক্ষা সম্ভবত মার্চ মাসে অনুষ্ঠিত হবে। এই তথ্য জানা গেছে সেকেন্ডারি এডুকেশন বোর্ড অফ আসাম (সেবা) সূত্রে।
রাজ্যে কোভিড-১৯ সংক্রমনের ফলে শিক্ষাব্যবস্থায় যে পরিস্থিতির সৃষ্টি হয়েছে, তাতেই পরীক্ষা কিছু দিন পিছিয়ে দেওয়ার এই সিদ্ধান্ত।
প্রায় ছয় মাস ধরে বন্ধ রয়েছে শিক্ষা প্রতিষ্ঠানগুলো। অনলাইন পাঠ্যক্রম ও পড়ুয়ারা কেমন ভাবে নিতে পারছে না।
সেবা’র অধ্যক্ষ রমেশ চন্দ্র জৈন সংবাদমাধ্যমকে জানিয়েছেন, করোণা অতিমারির জন্য ফেব্রুয়ারির পরিবর্তে মার্চ মাসের প্রথম অথবা দ্বিতীয় সপ্তাহে মাধ্যমিক পরীক্ষা নেওয়া হবে। রাজ্যের শিক্ষামন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা মন্তব্য করেছিলেন, নিয়মিত স্কুল খোলার পর শিক্ষকদেরকে পাঠ্যক্রম শেষ করার জন্য দিনরাত পরিশ্রম করতে হবে।
এখানে উল্লেখ্য, সেবা ইতিমধ্যেই মাধ্যমিকের পাঠ্যসূচি ৩০ শতাংশ কমিয়ে দিয়েছে।
Comments are closed.